ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

চরম দু:সংবাদ: পাকিস্তানের আকাশ বাতাশ শোকে ভারি, এক সাথে ৩ তারকা ক্রিকেটারের বিদায়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ডিসেম্বর ১৫ ১০:২৫:০৮
চরম দু:সংবাদ: পাকিস্তানের আকাশ বাতাশ শোকে ভারি, এক সাথে ৩ তারকা ক্রিকেটারের বিদায়

পাকিস্তান ক্রিকেটে নাটকীয়তা যেন থামছেই না। বারবার নেতৃত্ব ও কোচিং প্যানেলের পরিবর্তন থেকে শুরু করে ভেতরের নানা দ্বন্দ্ব—পাকিস্তান ক্রিকেটে সবই যেন নিয়মিত ঘটনা। এবার মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে তিন তারকা ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা আবারও আলোচনার জন্ম দিয়েছে। ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির এবং মোহাম্মদ ইরফান তাদের ক্যারিয়ারের ইতি টেনে নতুন অধ্যায়ের পথে হাঁটতে চলেছেন।

৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার কারণে বরাবরই আলাদা নজর কাড়তেন মোহাম্মদ ইরফান। তবে পাঁচ বছর জাতীয় দলের বাইরে থাকা ৪২ বছর বয়সী এই পেসার অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি তার সিদ্ধান্তের কথা জানান।

ইরফান লিখেছেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। যারা আমাকে সবসময় সমর্থন দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন—তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ক্রিকেট আমাকে যা কিছু দিয়েছে, তাতে আমি আজীবন কৃতজ্ঞ থাকব।’

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ইরফানের। প্রায় এক দশকের ক্যারিয়ারে তিনি ৪টি টেস্ট, ৬০টি ওয়ানডে এবং ২২টি টি-টোয়েন্টি খেলেছেন। তার শিকার ১০৯ উইকেট। বিশেষ করে ২০১২-১৩ মৌসুমে ভারত সফরে তার বলের গতি ও বাউন্স ভারতীয় ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছিল।

পাকিস্তানের আরেক পেসার মোহাম্মদ আমির শনিবার দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। মাত্র ৩২ বছর বয়সে ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্তটি অনেককেই অবাক করেছে। পিসিবির বিবৃতিতে আমির বলেন, ‘পাকিস্তানের হয়ে খেলাটা ছিল সম্মানের। তবে মনে করি, এখন সময় হয়েছে দায়িত্ব নতুনদের হাতে তুলে দেওয়ার।’

২০০৯ সালে অভিষেকের পর আমির ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে এবং ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন। তার ঝুলিতে রয়েছে ২৭১ উইকেট। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে তার দুর্দান্ত স্পেল পাকিস্তানের ঐতিহাসিক জয়ের বড় ভূমিকা রেখেছিল।

ইমাদ ওয়াসিমের অবসর ঘোষণার মধ্য দিয়েই এই ঢল শুরু হয়। ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে এখন ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দিতে চান। তিনি বলেন, ‘পাকিস্তানের হয়ে খেলাটা সবসময় গর্বের বিষয় ছিল। তবে এখন আমি ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দিতে চাই এবং নতুনভাবে আপনাদের বিনোদিত করার চেষ্টা করব।’

ইমাদ পাকিস্তানের হয়ে ৫৫টি ওয়ানডে এবং ৭৫টি টি-টোয়েন্টি খেলেছেন। তার ব্যাট থেকে এসেছে ৯৮৬ রান, পাশাপাশি উইকেট শিকার করেছেন ১১৭টি। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

মাত্র দুই দিনের ব্যবধানে এই তিন ক্রিকেটারের বিদায় পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তরুণ প্রজন্মের হাতে এখন দায়িত্ব তুলে দেওয়ার কথা বলছেন সবাই। তবে ইমাদ, আমির ও ইরফানের অভিজ্ঞতা ও অর্জন পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নতুন প্রজন্মের কাছে তারা প্রেরণা হয়ে থাকবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে