ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সাড়ে ৪ বছর পর দারুন সুযোগ পেলেন মিজানুর রহমান আজহারী

২০২৪ ডিসেম্বর ১৪ ২২:৩৬:৪১
সাড়ে ৪ বছর পর দারুন সুযোগ পেলেন মিজানুর রহমান আজহারী

দীর্ঘ সাড়ে ৪ বছর পর দেশের একটি তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে সশরীরে যোগ দিতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। আগামী ২৭ ডিসেম্বর, শুক্রবার, সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত কক্সবাজারের বৃহত্তর সাবেক গুলদি তাফসীর ময়দান, পেকুয়া (বারবাকিয়া বাজার ব্রিজের দক্ষিণ-পশ্চিমে) এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলটি যৌথভাবে আয়োজন করছে মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ এবং পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ।

এছাড়া, মাহফিলে মিজানুর রহমান আজহারি ছাড়াও আলোচনায় অংশ নেবেন ইসলামি জগতের আরও অনেক আলোচিত বক্তা। তাদের মধ্যে রয়েছেন শায়খ মুফতী কাজী ইব্রাহিম, মাওলানা আব্দুল্লাহ আল আমীন, শায়খ মুফতী জসিম উদ্দিন রহমানী, আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী এবং মাওলানা সাদিকুর রহমান আজহারী।

মাহফিল কমিটির সদস্য মিজানুর রহমান আজহারী সাংবাদিকদের জানান, পোস্টারে উল্লেখিত সকল মুফাসসিরই উপস্থিত থাকবেন এবং মাহফিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি সকলকে মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে