ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

এইমাত্র পাওয়া: যে খবর পেয়ে আনন্দ মিছিল শুরু করে হাজার হাজার নেতাকর্মী

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ডিসেম্বর ১৩ ২২:৫৩:০১
এইমাত্র পাওয়া: যে খবর পেয়ে আনন্দ মিছিল শুরু করে হাজার হাজার নেতাকর্মী

খুলনা জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা উপলক্ষে শুক্রবার (১৩ ডিসেম্বর) পাইকগাছা উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটিতে মোঃ মনিরুজ্জামান মন্টুকে আহবায়ক, আবু হোসেন বাবুকে সদস্য সচিব এবং এড. মোমরেজুল ইসলামকে যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিকেল ৩টার দিকে পুরাতন পরিবহন কাউন্টার থেকে মিছিলটি শুরু হয়, যেখানে শত শত নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি পৌর সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শেষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে এক পথসভায় পরিণত হয়।

পথসভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজের সভাপতিত্বে এবং সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এস এম এনামুল হক।

এছাড়া, বক্তব্য দেন বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান, শেখ বেনজির আহমেদ লাল, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুজ্জামান মুকুল, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাজ্জাদ আহমেদ মানিক, পৌর যুবদলের আহ্বায়ক জি এম রুস্তম আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর ইমরান সরদার, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, সদস্য সচিব আনারুল ইসলাম এবং আরও অনেক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপির নতুন কমিটির প্রতি তারা পূর্ণ সমর্থন জানিয়ে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। মিছিলে অংশগ্রহণকারীরা আনন্দ প্রকাশ করে বিএনপির প্রতি তাদের দৃঢ় আস্থা পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে আন্দোলনে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতারা উপস্থিত ছিলেন এবং তারা জনগণের সামনে বিএনপির উদ্দেশ্য ও লক্ষ্য স্পষ্ট করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে