ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

Category Name: খেলা
Remove URL String Output: ""
Base URL: https://www.24updatenews.com/
URL: 
Final URL: https://www.24updatenews.com/group/25

এশিয়া কাপ জয়ের নায়ক ইমন: গতির ঝড় তুলে বাজিমাত, জেনেনিন তার পরিচয়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ডিসেম্বর ০৯ ১৫:২০:৩০
এশিয়া কাপ জয়ের নায়ক ইমন: গতির ঝড় তুলে বাজিমাত, জেনেনিন তার পরিচয়

যুব এশিয়া কাপ ২০২৪-এ বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তরুণ পেসার ইকবাল হোসেন ইমন। টুর্নামেন্টজুড়ে নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের বেকায়দায় ফেলেছেন তিনি। ফাইনাল ম্যাচেও নিজের কার্যকারিতা প্রমাণ করে শিরোপা জয়ে বড় অবদান রাখেন। ফলস্বরূপ, ফাইনাল সেরার পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারও উঠেছে ইমনের হাতে।

রবিবার (৮ ডিসেম্বর) টুর্নামেন্টের ফাইনালে আটবারের চ্যাম্পিয়ন ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা জেতে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দল। ম্যাচে ২৪ রান খরচায় ৩ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার অর্জন করেন ইমন। এ ছাড়া পুরো টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কারও তার ঝুলিতে যায়। উল্লেখযোগ্য বিষয়, সেমিফাইনাল এবং ফাইনালে মিলিয়ে ৭ উইকেট শিকার করেছেন এই পেসার। সেমিফাইনালেও ম্যাচসেরা হয়েছিলেন তিনি।

ফাইনালে বাংলাদেশের ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। ৪৪ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে কার্তিকেয়া ও আরমান ২৯ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে তখনই আক্রমণে এসে মোড় ঘুরিয়ে দেন ইমন। মাত্র ৮ রানের বিনিময়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে ভারতীয় ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। তার বিধ্বংসী বোলিংয়ে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

ইমন এবারই প্রথমবার এশিয়া কাপে নজর কাড়েননি। গত বছর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৯৫ রানের বড় জয় পাওয়া যুব এশিয়া কাপজয়ী দলেও ছিলেন তিনি। তবে এবারের আসরে তার পারফরম্যান্স আলাদা করে দৃষ্টি কেড়েছে। টুর্নামেন্টজুড়ে ইমনের ধারাবাহিক সাফল্য তাকে জাতীয় দল এবং 'এ' দলের দরজায় নিয়ে যাচ্ছে।

যদিও ঘরোয়া ক্রিকেটে এখনো আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি ইমন, তবে যুব এশিয়া কাপের এই পারফরম্যান্স নিঃসন্দেহে তার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। নিয়ন্ত্রিত বোলিং এবং বড় ম্যাচে নিজের দক্ষতা প্রমাণ করার কারণে তাকে জাতীয় দলের ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইমন এখন শুধু বাংলাদেশের নয়, গোটা ক্রিকেট বিশ্বের নজরে আসতে শুরু করেছেন। তার গতির ঝড় এবং ম্যাচ জেতানোর সামর্থ্য তাকে দেশের ক্রিকেটে বড় সম্পদ হিসেবে পরিণত করতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ