ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

৫ লাখ রান: ইতিহাসের প্রথম দল হিসেবে টেস্ট ক্রিকেটের ইতিহাস পাল্টে দিল ইংল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ডিসেম্বর ০৭ ২১:০৩:২২
৫ লাখ রান: ইতিহাসের প্রথম দল হিসেবে টেস্ট ক্রিকেটের ইতিহাস পাল্টে দিল ইংল্যান্ড

১৪৭ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটে প্রথম দল হিসেবে ৫ লাখ রান পূরণ করেছে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে এই কীর্তি গড়ে ক্রিকেটের জনক হিসেবে পরিচিত দেশটি।

ইংল্যান্ডের এই রেকর্ডটি আসে ইনিংসের ৫১তম ওভারে। উইলিয়াম ও’ রুর্কির বলে মিডঅফে দুই রান নিয়ে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের ৫ লাখ রান পূর্ণ করেন হ্যারি ব্রুক। ১৮৭৭ সালে টেস্ট ক্রিকেট শুরুর পর থেকে এ পর্যন্ত ৭১৭ জন খেলোয়াড়ের ১৮ হাজার ৯০০ এরও বেশি ইনিংসের মাধ্যমে এই মাইলফলক অর্জন করে ইংল্যান্ড।

দিনশেষে ইংল্যান্ডের দলীয় স্কোর দাঁড়ায় ২৮০। এর ফলে তাদের মোট টেস্ট রান হয়ে যায় ৫ লাখ ১২৬।

টেস্ট ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের তালিকায় ইংল্যান্ডের পরে রয়েছে অস্ট্রেলিয়া। একই বছরে টেস্ট ক্রিকেট শুরু করলেও অস্ট্রেলিয়ার মোট রান এখন পর্যন্ত ৪ লাখ ২৮ হাজারের সামান্য বেশি। তৃতীয় স্থানে রয়েছে ভারত, যাদের ৫৮৬ টেস্ট ম্যাচে মোট রান ২ লাখ ৭৮ হাজারের বেশি।

ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছেন জো রুট, যিনি অপরাজিত আছেন ৭৩ রানে। এই ইনিংস তাকে নিয়ে গেছে টেস্ট ক্রিকেটের বিরল এক ক্লাবে। ক্যারিয়ারের ৬৫তম ফিফটি তুলে নেওয়ার মাধ্যমে তিনি টেস্টে ১০০টি পঞ্চাশোর্ধ ইনিংসের মাইলফলক স্পর্শ করেন।

এই ক্লাবে রুটের আগে আছেন কেবল তিনজন—শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস এবং রিকি পন্টিং। টেস্টে রুটের রয়েছে ৩৫টি সেঞ্চুরি এবং ৬৫টি ফিফটি।

পঞ্চাশোর্ধ ইনিংসের সংখ্যায় তালিকার শীর্ষে রয়েছেন ভারতের শচীন টেন্ডুলকার। তার মোট ১১৯টি পঞ্চাশোর্ধ ইনিংস রয়েছে। জ্যাক ক্যালিস ও রিকি পন্টিং করেছেন ১০৩টি করে।

১৮৭৭ সালে টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু করে ইংল্যান্ড। শতাব্দীর পর শতাব্দী ধরে ক্রিকেটে ধারাবাহিকতা ও শ্রেষ্ঠত্ব ধরে রেখে আজ তারা পৌঁছে গেছে ৫ লাখ রানের অনন্য উচ্চতায়। এ অর্জন কেবল ইংল্যান্ডের জন্য নয়, ক্রিকেট ইতিহাসের জন্যও একটি গৌরবময় অধ্যায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে