ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

এক নজরে দেখেনিন আগামীকাল দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ডিসেম্বর ০৩ ২২:৫৮:৪৮
এক নজরে দেখেনিন আগামীকাল দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আগামীকাল, ৪ ডিসেম্বর বুধবার, সিলেটের বেশ কিছু এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর প্রকৌশলী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মহানগরের ১১ কেভি বিমানবন্দর-২ ফিডারের আওতাধীন ২৩টি এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই বিদ্যুৎ বিচ্ছিন্ন করার কারণ হিসেবে জানানো হয়েছে জরুরি মেরামত কাজ।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলি হল: লাক্কাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীচড়া, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাট ও সংলগ্ন এলাকাসমূহ।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, কাজ সম্পন্ন হলে বিদ্যুৎ সরবরাহ নির্ধারিত সময়ের আগেও চালু হতে পারে।

তাদের পক্ষ থেকে গ্রাহকদের জন্য এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে