ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, দেখেনিন মেসি ও রোনালদোর অবস্থান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ডিসেম্বর ০৩ ১৫:০৬:০৬
বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, দেখেনিন মেসি ও রোনালদোর অবস্থান

ইউরোপ ছাড়লেও বিশ্ব ফুটবলে তাঁদের প্রভাব কমেনি। ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপ ছাড়ার পরও এখনও দাপট দেখিয়ে যাচ্ছেন বিভিন্ন তালিকায়। এবারের ফিফপ্রো ২০২৪ সালের বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এই দুই মহাতারকা।

২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় মেসি ও রোনালদোই একমাত্র খেলোয়াড়, যারা ইউরোপের বাইরে খেললেও জায়গা পেয়েছেন। মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে খেলছেন, আর রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন।

২০২৩ সালে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। অন্যদিকে, ২০২২ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসরে পাড়ি জমান রোনালদো। ইউরোপ ছাড়ার পর অনেকেরই ধারণা ছিল, ফুটবলের বড় পুরস্কার বা সেরা তালিকায় আর হয়তো দেখা যাবে না তাঁদের। বয়স ও সেরা সময় পেরিয়ে আসার কারণেই এমন ভাবনা ছিল।

কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করেছেন এই দুই মহাতারকা। কিছুদিন আগেই মেসি ফিফা দ্য বেস্টের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়ে আলোচনায় আসেন। এবার ফিফপ্রোর বর্ষসেরা একাদশেও স্থান পেলেন মেসি ও রোনালদো।

ফিফপ্রোর বর্ষসেরা একাদশ বেছে নেওয়া হয় বিশ্বব্যাপী ফুটবলারদের ভোটে। মেসি এ পর্যন্ত সর্বোচ্চ ১৭ বার এই একাদশে জায়গা পেয়েছেন, যা নিজেই একটি রেকর্ড। অন্যদিকে, রোনালদো ১৫ বার জায়গা পেয়েছেন এই তালিকায়। মেসি ২০০৭ সাল থেকে প্রতি বছরই বর্ষসেরা একাদশে আছেন। তবে রোনালদো ২০২২ ও ২০২৩ সালে এই তালিকায় জায়গা পাননি।

ফিফপ্রোর ২০২৪ সালের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া ২৬ জনের মধ্যে ১১ জনই ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে, যা যেকোনো লিগের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে ম্যানচেস্টার সিটি থেকেই রয়েছেন সাতজন খেলোয়াড়। তবে চমকপ্রদভাবে, চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ সালাহের নাম নেই এই তালিকায়।

লা লিগা থেকে জায়গা পেয়েছেন ৮ জন, যার মধ্যে রিয়াল মাদ্রিদের আধিপত্য স্পষ্ট। কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকারা এই তালিকায় জায়গা পেয়েছেন।

সংক্ষিপ্ত তালিকার খেলোয়াড়েরা

গোলরক্ষক: এদেরসন, এমিলিয়ানো মার্তিনেজ, ম্যানুয়াল নয়্যার।

ডিফেন্ডার: দানি কারভাহাল, রুবেন দিয়াজ, ভার্জিল ফন ডাইক, জেরেমি ফ্রিমপং, আন্তোনিও রুডিগার, উইলিয়াম সালিবা, কাইল ওয়াকার।

মিডফিল্ডার: জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন, টনি ক্রুস, লুকা মদরিচ, জামাল মুসিয়ালা, রদ্রি, ফেদেরিকো ভালভের্দে।

ফরোয়ার্ড: আর্লিং হলান্ড, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, কোল পালমার, ক্রিস্টিয়ানো রোনালদো, ভিনিসিয়ুস জুনিয়র, লামিনে ইয়ামাল।

বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত এই দুই তারকার জায়গা পাওয়া প্রমাণ করে, বয়স ও সময় তাঁদের প্রভাব কমাতে পারেনি। মেসি-রোনালদো এখনও বিশ্বমঞ্চে প্রভাব বিস্তার করছেন এবং তাঁদের এই ধারাবাহিকতা ফুটবলপ্রেমীদের আনন্দিত করছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে