ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

শেখ হাসিনা সরকারকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ডিসেম্বর ০৩ ১৩:৫৫:১৫
শেখ হাসিনা সরকারকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের শাসন নিয়ে তীব্র সমালোচনা করেছেন। নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “হাসিনা সরকার দেশের অর্থনীতি, শাসনব্যবস্থা, আমলাতন্ত্র এবং বিচারব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছে। নতুন বাংলাদেশ গড়তে এখন গোড়া থেকে কাজ শুরু করতে হচ্ছে।”

সোমবার প্রকাশিত এই সাক্ষাৎকারে ড. ইউনূস আরও জানান, নির্বাচনের আগে দেশের সংবিধান, নির্বাচন ব্যবস্থা এবং বিচারব্যবস্থায় ব্যাপক সংস্কারের প্রয়োজন রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে বিভিন্ন কমিশন গঠন করেছে এবং জানুয়ারির মধ্যে তাদের সুপারিশ বাস্তবায়নের কাজ শুরু করবে বলে জানান তিনি।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে ড. ইউনূস বলেন, “বাংলাদেশ এই বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর ভার বহন করতে পারবে না। তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার জন্য একটি কার্যকর সমাধান দরকার।”

তিনি মিয়ানমারে জাতিসংঘ-নিয়ন্ত্রিত নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পক্ষে জোর দেন। এছাড়া, মিয়ানমার যদি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় সম্মত হয়, তবে রোহিঙ্গারা মিয়ানমারেই স্থায়ীভাবে বসবাস করতে পারবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

ড. ইউনূস দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা (আসিয়ান)-এ বাংলাদেশের সদস্যপদ নিশ্চিত করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। তিনি বলেন, “২০২৬ সালের মধ্যে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার প্রচেষ্টায় আসিয়ানের সদস্যপদ গুরুত্বপূর্ণ।”

বাংলাদেশ ইতোমধ্যে আসিয়ানের সভাপতিত্বে থাকা মালয়েশিয়ার সঙ্গে এই বিষয়ে আলোচনা শুরু করেছে। ড. ইউনূস আশা প্রকাশ করেন, আসিয়ান সদস্য দেশগুলো বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করবে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ড. ইউনূস বলেন, “তার শাসনামলে গণতন্ত্র, সুশাসন এবং জনআস্থা ধ্বংস হয়েছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে তিন মেয়াদে তিনি ক্ষমতায় ছিলেন। হাসিনার ফ্যাসিবাদী নীতির কারণে দেশের শাসন কাঠামো ভেঙে পড়েছে।”

ড. ইউনূস দাবি করেন, ২০২৪ সালের আগস্টে ছাত্র-নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটে। তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

সংখ্যালঘু সুরক্ষা ও ভারত-বাংলাদেশ সম্পর্কভারত সরকারের অভিযোগ যে, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে, তা সরাসরি নাকচ করেছেন ড. ইউনূস। তিনি বলেন, “এসব তথ্য প্রোপাগান্ডা ছাড়া কিছু নয়। ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানাই।”

এছাড়া, কূটনৈতিক সম্পর্কের বিষয়ে ড. ইউনূস সার্ক পুনরুজ্জীবিত করার প্রস্তাব দেন এবং ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনের আহ্বান জানান।

চীনকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, “চীন আমাদের সড়ক, বিদ্যুৎকেন্দ্র এবং সমুদ্রবন্দরসহ বিভিন্ন প্রকল্পে সহযোগিতা করেছে। বেইজিংয়ের সঙ্গে আমাদের সম্পর্ক আগের মতোই অব্যাহত থাকবে।”

সংবাদমাধ্যমের প্রশ্নে ড. ইউনূস নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা নাকচ করে দেন। তিনি বলেন, “আমি রাজনীতিবিদ নই। নীতিবান এবং দুর্নীতিমুক্ত ব্যক্তিদেরই রাজনীতিতে আসা উচিত।”

প্রধান উপদেষ্টা আরও জানান, নির্বাচন তখনই হবে, যখন দেশের সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হবে। “নতুন বাংলাদেশ” গড়ার লক্ষ্যে ধীরে ধীরে সংস্কার বাস্তবায়ন চলছে বলে তিনি উল্লেখ করেন।

ড. ইউনূসের এই বিস্ফোরক মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশকে নতুন পথে এগিয়ে নিয়ে যেতে চায়। তবে শেখ হাসিনা সরকারকে নিয়ে তার কঠোর বক্তব্য দেশি-বিদেশি মহলে আলোচনার জন্ম দিয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে