ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশাল রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ডিসেম্বর ০৩ ০৮:৩৭:৪৩
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশাল রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

জ্যামাইকার কিংস্টোনের স্যাবাইনা পার্কে চলছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। ম্যাচের তৃতীয় দিনে নাহিদ রানার অসাধারণ বোলিং নৈপুণ্যে বাংলাদেশ প্রথম ইনিংসে স্বাগতিকদের ১৪৬ রানে গুটিয়ে দিয়ে পেয়েছে ১৮ রানের লিড। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দারুণ পারফর্ম করে ১৯৩ রান তুলেছে সফরকারীরা। এই ইনিংসে সাদমান ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবং লিটন দাসের গুরুত্বপূর্ণ অবদানে বাংলাদেশ ২১১ রানের লিড নিয়ে চতুর্থ দিন শুরু করতে যাচ্ছে।

প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হওয়া বাংলাদেশের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ক্যারিবীয় ব্যাটারদের চেপে ধরে বাংলাদেশি পেসাররা। নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ব্র্যাথওয়েট, কাভেম হজ, এবং আলজারি জোসেফসহ স্বাগতিক শিবিরের গুরুত্বপূর্ণ ব্যাটাররা একের পর এক সাজঘরে ফেরেন। সাদা পোশাকের ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করেন নাহিদ, যা তাকে নিয়ে আসে বিশেষ অর্জনের কাতারে।

নাহিদের সঙ্গে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ ছিলেন দুর্দান্ত। হাসান দুটি এবং একটি করে উইকেট নিয়েছেন তাসকিন, মিরাজ ও তাইজুল। ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৬৫ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায়। এতে প্রথম ইনিংসে ১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ।

১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই জেইডেন সিলসের বলে মাহমুদুল হাসান জয় (০) আউট হয়ে ফেরেন। পুরো সিরিজেই ফর্মহীন থাকা এই ওপেনার ৪ ইনিংসে মাত্র ১৪ রান করে হতাশ করেছেন। তবে এরপরই প্রতিরোধ গড়ে তোলেন শাহাদাত হোসেন দিপু ও সাদমান ইসলাম। দিপুর ২৬ বলে ২৮ রানের আক্রমণাত্মক ইনিংস ও সাদমানের ধীরস্থির ব্যাটিংয়ে বাংলাদেশ শুরুর ধাক্কা সামলে নেয়।

ড্রিংকস ব্রেকের পর দিপু আউট হলে মেহেদী হাসান মিরাজ ব্যাটিংয়ে নামেন। মিরাজ ও সাদমান মিলে দ্রুত রান তোলার পরিকল্পনায় এগিয়ে যান। তাদের জুটিতে আসে ২৯ বলে ৫০ রান। তবে চা বিরতির ঠিক আগে সাদমান (৪৬) ও মিরাজ (৪২) আউট হয়ে ফেরেন। উভয়ের হাফ সেঞ্চুরির সম্ভাবনা থাকলেও তা অধরা থেকে যায়।

এরপর লিটন দাস ও জাকের আলী অনিকের মিতব্যয়ী ব্যাটিংয়ে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। লিটন ২৫ রান করে আউট হলেও জাকের ২৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। তার সঙ্গী ছিলেন তাইজুল ইসলাম (৯*)।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে শামার জোসেফ দুটি এবং জেইডেন সিলস ও আলজারি জোসেফ একটি করে উইকেট নেন। তবে বাংলাদেশের ব্যাটারদের ধৈর্য ও সঠিক শট নির্বাচন স্বাগতিক বোলারদের চাপে ফেলে দেয়।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ (প্রথম ইনিংস): ১৬৪/১০ (৭১.৫ ওভার)

সাদমান ৬৪, মিরাজ ৩৬; সিলস ৪/৫, শামার ৩/৪৯

ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস): ১৪৬/১০ (৬৫ ওভার)

ব্র্যাথওয়েট ৩৯, কার্টি ৪০; নাহিদ ৫/৬১, হাসান ২/২০

বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস): ১৯৩/৫ (৪১.৪ ওভার)

সাদমান ৪৬, মিরাজ ৪২, লিটন ২৫, জাকের ২৯*; শামার ২/৩৮

চতুর্থ দিনে ২১১ রানের লিড নিয়ে খেলতে নামবে বাংলাদেশ। ব্যাট হাতে জাকের আলী ও তাইজুল ইসলাম কতটা লিড বাড়াতে পারেন, তা দেখার বিষয়। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ—বাংলাদেশি পেস ও স্পিন আক্রমণের মুখে টিকে থাকা। ম্যাচটি বাংলাদেশের জন্য জয়ের পথে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে