ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১

তামিমের সেঞ্চুরিতে আফগানিস্তানকে বিশাল রানের টার্গেট দিল বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ নভেম্বর ২৯ ১৬:৫৩:৫৮
তামিমের সেঞ্চুরিতে আফগানিস্তানকে বিশাল রানের টার্গেট দিল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে লড়াকু সংগ্রহ গড়েছে বাংলাদেশ। দলের অধিনায়ক তামিমের অনবদ্য সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রান সংগ্রহ করেছে জুনিয়র টাইগাররা।

ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ইনিংসের পঞ্চম বলেই ওপেনার জাওয়াদ আবরার শূন্য রানে ফিরে যান। দলীয় মাত্র ১ রানে প্রথম উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে টাইগাররা।

তবে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকি মিলে পরিস্থিতি সামাল দেন। দ্বিতীয় উইকেট জুটিতে তারা ১৪২ রান যোগ করে দলের ইনিংসকে শক্ত ভিত দেন। কালাম ১১০ বল খেলে ৬৬ রান করেন। শুরুতে ধীরগতিতে ব্যাট করলেও পরে ম্যাচের পরিস্থিতি বুঝে খেলার গতি বাড়ান তামিম।

সেঞ্চুরির পথে ১৩২ বল খরচ করেছেন তামিম। তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন একটি দৃষ্টিনন্দন ছক্কা মেরে। শেষ পর্যন্ত তিনি ১৩৩ বলে ১০৩ রান করেন, যেখানে ছিল ৯টি চার ও ১টি ছক্কার মার। তবে তামিমের বিদায়ের পর বাংলাদেশের কেউই ব্যাটিংয়ে তেমন কার্যকর ভূমিকা রাখতে পারেনি। ফলে ফিনিশিংটা কাঙ্ক্ষিত হয়নি।

আফগানিস্তানের হয়ে আব্দুল আজিজ, খাতির স্টানিকজাই ও নূরিস্তানি ওমরজাই প্রতিপক্ষকে চাপে রাখতে বড় ভূমিকা রাখেন। এই তিনজনই ২টি করে উইকেট শিকার করেন। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণেই শেষদিকে বাংলাদেশ বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয়।

লড়াকু সংগ্রহের পর বোলারদের ওপর নির্ভর করছে বাংলাদেশ। আফগানিস্তানকে চাপে ফেলতে ভালো বোলিং প্রয়োজন হবে জুনিয়র টাইগারদের। ম্যাচের দ্বিতীয় ইনিংস এখন দেখার বিষয়, এই সংগ্রহ রক্ষা করতে কতটা সফল হয় তারা।

স্কোরকার্ড:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮

আজিজুল হাকিম তামিম: ১৩৩ বলে ১০৩

কালাম সিদ্দিকি: ১১০ বলে ৬৬

আব্দুল আজিজ (আফগানিস্তান): ১০ ওভারে ৪০ রান দিয়ে ২ উইকেট

খাতির স্টানিকজাই: ১০ ওভারে ৪৬ রান দিয়ে ২ উইকেট

নূরিস্তানি ওমরজাই: ৯ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট

জয়ের লক্ষ্যে আফগানিস্তানের লড়াই কীভাবে এগোয়, তা এখন সময়ের অপেক্ষা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে