ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

অবিশ্বাস্য ৩ বলে ৩০ রান, সাকিবদের নিয়ে উঠলো ফিক্সিংয়ের অভিযোগ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ নভেম্বর ২৬ ১৩:৪৩:১৯
অবিশ্বাস্য ৩ বলে ৩০ রান, সাকিবদের নিয়ে উঠলো ফিক্সিংয়ের অভিযোগ

আবুধাবি টি-টেন লিগ নিয়ে বরাবরই বিতর্ক ছিল, তবে এবারের আসরে তা যেন নতুন মাত্রায় পৌঁছেছে। মাঠে অস্বাভাবিক ঘটনাগুলোর কারণে ফিক্সিংয়ের গুঞ্জন আবারও মাথাচাড়া দিয়েছে। সর্বশেষ ঘটনায় বিতর্কের কেন্দ্রে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকার এক ওভারে দেওয়া ৩০ রান। এই অস্বাভাবিক পারফরম্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ক্রিকেট মহলে চলছে তুমুল আলোচনা।

সোমবার দিল্লি বুলসের বিপক্ষে মাঠে নেমেছিল সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। ম্যাচের নবম ওভারে বল হাতে তুলে নেন দাসুন শানাকা। সেই ওভারটি ক্রিকেটের ইতিহাসে রীতিমতো অস্বাভাবিক ঘটনা হিসেবে জায়গা করে নিয়েছে। শানাকার প্রথম বলেই বাউন্ডারি হাঁকান ব্যাটার। এরপর টানা দুটি নো বল করেন তিনি, যা থেকেও দুটি চার আসে।

এরপরের বৈধ বলেও চার মারেন ব্যাটার। ওভারের তৃতীয় বলটি উড়ে যায় ছক্কায়। এরপর আবারও দুটি নো বল করেন শানাকা, যার একটিতে আবার আসে চার রান। সব মিলিয়ে মাত্র ৩ বলেই ৩০ রান দিয়ে বসেন তিনি। পুরো ওভারটিতে রান আসে ৩৩।

এই চারটি নো বল এবং ওভারের অস্বাভাবিকতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে ফিক্সিংয়ের প্রমাণ হিসেবে দেখছেন। সাবেক ক্রিকেটার ও সমর্থকরা আইসিসির হস্তক্ষেপ দাবি করছেন।

ম্যাচের এই বিতর্কিত ওভার নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। সাবেক টুইটার এবং বর্তমান এক্স প্ল্যাটফর্মে সন্দ্বীপ নামের এক ব্যবহারকারী আইসিসিকে ট্যাগ করে লেখেন, "এক ওভারে চার নো বল। টি-টেন লিগ কি কৌতুক, নাকি ফিক্সিংয়ের মঞ্চ?"

এর আগেও টি-টেন লিগে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। কয়েকদিন আগেই মোহাম্মদ বিলাল নামের এক পেসারের অস্বাভাবিক দুই ফুট দীর্ঘ নো বল নিয়ে সমালোচনা হয়। এবার শানাকার ওভার সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে।

তবে বিতর্কিত ওভারের পরও ম্যাচে জয় পেয়েছে সাকিবদের বাংলা টাইগার্স। প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি বুলস নির্ধারিত ১০ ওভারে তোলে ১২৩ রান। রান তাড়ায় সাকিবরা ২ বল বাকি থাকতেই ৬ উইকেট হাতে নিয়ে জয় নিশ্চিত করে। এবারের আসরে এটি বাংলা টাইগার্সের প্রথম জয়।

শানাকা বল হাতে সমালোচিত হলেও ব্যাট হাতে ১৪ বলে ৩৩ রানের কার্যকর ইনিংস খেলেছেন। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি এই জয়ে তাদের টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রেখেছে।

টি-টেন লিগ নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। আইসিসি বারবার ছোট ফরম্যাটের এই টুর্নামেন্টে নজরদারি চালানোর কথা বললেও, মাঠে এমন অস্বাভাবিক পারফরম্যান্সগুলো ফিক্সিংয়ের গন্ধ ছড়ায়। শানাকার ওভার নিয়ে ওঠা প্রশ্নগুলোর সমাধান না হলে এই টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা আরও প্রশ্নবিদ্ধ হতে পারে।

বাংলা টাইগার্সের জয় আনন্দের হলেও শানাকার ওভারের বিতর্ক পুরো ম্যাচকেই ছায়া দিয়ে ঢেকে দিয়েছে। ক্রিকেটপ্রেমীদের দাবি, ফিক্সিং নিয়ে তদন্ত করে এই ধরনের ঘটনা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে