শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচের তৃতীয় দিনের খেলা, দেখেনিন ফলাফল
অ্যান্টিগা টেস্টে তৃতীয় দিনটি বাংলাদেশ দলের জন্য ছিল পরীক্ষার মতো। আগের দিনই ধারণা করা হচ্ছিল যে ক্যারিবীয় পেসাররা এদিন বাংলাদেশকে চেপে ধরতে চাইবেন, এবং সেটাই হয়েছে। নিয়মিত ও অনিয়মিত পেসারদের দারুণ বোলিংয়ে তৃতীয় দিনে বাংলাদেশের সাতটি উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা। দিন শেষে বাংলাদেশ ৯ উইকেটে ২৬৯ রান তুলে থামে। তাসকিন আহমেদ (১১) ও শরিফুল ইসলাম (৫) অপরাজিত রয়েছেন। তবে এখনও বাংলাদেশ ক্যারিবীয়দের থেকে পিছিয়ে আছে ১৮১ রানে।
তৃতীয় দিনের শুরুতে আগের দিনের দুই অপরাজিত ব্যাটার শাহাদাত হোসেন দিপু ও মুমিনুল হক দেখেশুনে ব্যাটিং শুরু করেন। প্রথম ৮ ওভারে ২৪ রান যোগ করেন তারা। তবে কেমার রোচের অফ স্টাম্পের বাইরের বলে ডিফেন্স করতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দেন দিপু। তিনি ৭১ বলে ১৮ রান করে বিদায় নেন।
এরপর উইকেটে আসেন লিটন দাস। প্রথম সেশনে মুমিনুল ও লিটন ভালোভাবেই সামাল দেন ক্যারিবীয় বোলারদের। লাঞ্চের আগে মুমিনুল ৩৮ ও লিটন ২১ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ প্রথম সেশনে ৩ উইকেটে ১০৫ রান করে।
লাঞ্চের পর মুমিনুল হক ধৈর্যের সাথে খেলতে থাকেন এবং ১১৫ বলে ফিফটি পূর্ণ করেন। তবে ইনিংস বড় করতে পারেননি। ব্যক্তিগত ৫০ রান করে জেইডেন সিলসের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।
এরপর লিটন ও মেহেদী হাসান মিরাজ কিছুটা এগিয়ে নিয়ে যান দলকে। তবে শামার জোসেফের ডেলিভারিতে লিটন ইনসাইড এজ হয়ে বোল্ড হন। তিনি ৪০ রান করে সাজঘরে ফেরেন।
তৃতীয় সেশনে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী দলের স্কোর বাড়ানোর চেষ্টা করেন। তবে মিরাজ বাউন্সার ফাঁদে পড়ে শর্ট লেগে ক্যাচ দিয়ে বিদায় নেন। তিনি করেন ২৩ রান। এরপর জাকের ও তাইজুল ইসলামের ৬৮ রানের জুটি দলকে বিপদ থেকে কিছুটা উদ্ধার করে। তবে আলজারি জোসেফের বলে বোল্ড হওয়ার আগে তাইজুল করেন ২৬ রান।
জাকের আলী নিজের ফিফটি পূর্ণ করেন শামার জোসেফকে চার মেরে। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। জাস্টিন গ্রেভসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তিনি আউট হন।
শেষ দিকে তাসকিন ও হাসান মাহমুদ দলের স্কোর বাড়িয়ে ফলো-অন এড়াতে সাহায্য করেন। তবে হাসান মাহমুদ স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নিলে দিনের খেলা আগেভাগেই আলোক স্বল্পতায় শেষ হয়।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস): ৪৫০/৯ (১৪৪.১ ওভার)
লুইস ৯৭, আথানেজ ৯০, হজ ২৫, গ্রেভস ১১৫*, রোচ ৪৭; হাসান ৩/৮৭, তাসকিন ২/৭৬
বাংলাদেশ (প্রথম ইনিংস): ২৬৯/৯ (৯৮ ওভার)
জাকির ১৫, জয় ৫, মুমিনুল ৫০, লিটন ৪০, মিরাজ ২৩, জাকের ৫৩; আলজারি ৩/৬৯, সিলস ২/৪২
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ নয় রেকর্ড মুল্যে ধোনির চাওয়াতেই আইপিএলে দল পেলেন সাকিব
- জাকের-অঙ্কনের ঝড়ো ব্যাটিং ও হাসান মাহমুদ-নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- চরম দু:সংবাদ: নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ অধিনায়ক
- আইপিএল নিলামে ঝড় তুলে ৫ কোটি রুপিতে দল পেলেন নাহিদ রানা
- IPL নিলাম: সাকিব মুস্তাফিজ নয় ইতিহাস গড়ে রেকর্ড বিডে যে দলে রিশাদ হোসেন, দেখেনিন কে কোন দলে
- IPL নিলাম: দল পেল মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- আইপিএল নিলামের দুই দিন আগে সর্বাধিক চাহিদাসম্পন্ন অলরাউন্ডারদের তালিকা প্রকাশ, দেখেনিন সাকিবের অবস্থান
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিশ্চিত করলো চার দল, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- চলছে আইপিএল নিলাম, এক নজরের দেখেনিন এখন পর্যন্ত দল পেলেন যারা ও সাকিব মুস্তাফিজের অবস্থান
- ৪২ রানে অল-আউট, টেস্টে সর্বনিম্ন দলীয় রানের লজ্জার রেকর্ড
- প্রথম দিনের আইপিএল নিলাম শেষ, দেখেনিন এক নজরের দল পেলেন যারা
- IPL নিলাম: চেন্নাই সুপার কিংসে সাকিব ও মুস্তাফিজ, কলকাতাতে তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- IPL নিলাম: আকাশ ছোয়া মূল্যে দল পেলেন লিটনের সতীর্থ, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- ব্রেকিং নিউজ: ১০ কোটি রুপিতে দল পেলেন নাহিদ রানা, দেখেনিন সাকিব ও মুস্তাফিজের অবস্থান
- লিটন ও জাকের আলির দুর্দান্ত ব্যাটিং শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল