ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

দিনের শুরুতেই হাসান মাহমুদের জোড়া আঘাত, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ নভেম্বর ২৩ ২০:২৬:০২
দিনের শুরুতেই হাসান মাহমুদের জোড়া আঘাত, দেখেনিন সর্বশেষ স্কোর

অ্যান্টিগায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্টের প্রথম দিনের নাটকীয়তার পর দ্বিতীয় দিনের শুরুতেই আলো ছড়ালেন হাসান মাহমুদ। দারুণ বোলিংয়ে তিনি দ্রুত দুটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

প্রথম দিনের শুরুতে তাসকিন আহমেদের তোপে ভালোই শুরু করেছিল বাংলাদেশ। তবে ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস (৯৭) ও অ্যালিক আথানেজ (৯০) দ্বিতীয় উইকেটে ১৮০ রানের জুটি গড়ে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেন।

তবে দিনের শেষদিকে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের বোলিংয়ে লুইস ও আথানেজকে ফিরিয়ে বাংলাদেশ আবার কিছুটা লড়াইয়ে ফেরে। ক্যারিবীয়রা প্রথম দিন শেষ করেছিল ৫ উইকেটে ২৫০ রান নিয়ে।

দ্বিতীয় দিন শুরুতেই বল হাতে দারুণ কার্যকর ভূমিকা রাখেন হাসান মাহমুদ। নিজের দ্বিতীয় ওভারেই ফেরান ক্যারিবীয় ব্যাটার আলজারি জোসেফকে। লেগ সাইডে বল পুশ করতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল উঠে যায় গালিতে, যেখানে ফিল্ডিং করা জাকির হাসান লাফিয়ে দুর্দান্ত ক্যাচ নেন। মাত্র ৪ রান করে সাজঘরে ফিরে যান জোসেফ।

এরপর সঙ্গী জাস্টিন গ্রেভসকে নিয়ে উইকেটকিপার জশুয়া দা সিলভা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে হাসান মাহমুদের আরেকটি দুর্দান্ত ডেলিভারি সেই প্রতিরোধ ভেঙে দেয়। ইন-সুইঙ্গিং ডেলিভারিতে সিলভাকে এলবিডব্লিউ করেন তিনি। রিভিউ নিলেও সিলভা বাঁচতে পারেননি, কারণ রিপ্লেতে দেখা যায় বল লেগ স্টাম্পে আঘাত হানছে। ২১ বলে ১৪ রান করে ফিরে যান সিলভা।

সংক্ষিপ্ত স্কোর-

ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস)- ২৬১/৭ (৮৬.২ ওভার) (লুইস ৯৭, আথানেজ ৯০, হজ ২৫, সিলভা ১৪)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে