ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

আউট, আউট, আউট, তাসকিনের জোড়া শিকার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ নভেম্বর ২২ ২২:২৯:২৭
আউট, আউট, আউট, তাসকিনের জোড়া শিকার

দুটি টেস্ট সিরিজ হারের গ্লানি মুছে নতুন শুরু করতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্য নিয়ে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে মেহেদী হাসান মিরাজের দল। তবে শুরু থেকেই ক্যারিবীয় শিবিরে চাপ তৈরি করেছে বাংলাদেশের বোলাররা।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। নতুন বলে দারুণ ছন্দে শুরু করেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। তবে প্রথম দশ ওভারে কোনো উইকেট না পেলেও ১৪তম ওভারে আঘাত হানেন তাসকিন আহমেদ। ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাফেটকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে বাংলাদেশ শিবিরে প্রথম সাফল্য আনেন তিনি। ৩৮ বল মোকাবিলা করে মাত্র ৪ রান করা ব্রাফেট রিভিউ নিয়েও নিজেকে বাঁচাতে পারেননি।

এরপরের ওভারেই আবার তাসকিনের সাফল্য। ওয়ানডাউনে নামা কেসি কার্টি তার বলে ফ্লিক করতে গিয়ে মিড অনে সহজ ক্যাচ দেন তাইজুল ইসলামের হাতে। ৮ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন তিনি। মাত্র ২৫ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।

প্রথম ইনিংসে বাংলাদেশ একাদশে ছিল তিন পেসার ও দুই স্পিনার। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ উইকেটকিপার মুশফিকুর রহিমকে ছাড়া খেলতে হয়েছে বাংলাদেশকে। শান্তর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার শাহাদাত হোসেন দীপু।

অন্যদিকে, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ খেলছে চারজন বিশেষজ্ঞ পেসার এবং একজন পেস বোলিং অলরাউন্ডার নিয়ে। তাদের এই শক্তিশালী পেস আক্রমণের মুখে বাংলাদেশের ব্যাটারদের জন্য কাজটা সহজ হবে না।

তবে শুরু থেকেই বাংলাদেশের বোলাররা নিজেদের নিয়ন্ত্রণ ধরে রেখেছেন। বিশেষ করে তাসকিনের লাফিয়ে ওঠা বল এবং সুইং বোলিংয়ে স্বাগতিক ব্যাটাররা বেশ সমস্যায় পড়েছেন। সিরিজে ঘুরে দাঁড়াতে হলে এমন আক্রমণ বজায় রাখা এবং ব্যাটিংয়ে ভালো পারফর্ম করাটাই হবে বাংলাদেশের মূল লক্ষ্য।

দুই উইকেট হারানো অবস্থায় ক্যারিবীয়রা এখন ব্যাট করছে চাপে। ম্যাচের পরবর্তী সময়ে দুই দলের পারফরম্যান্সই নির্ধারণ করবে ম্যাচের ভাগ্য।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে