ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

৭২ বছরের রেকর্ড ভেঙে টেস্টে সর্বনিন্ম রানে অল-আউট ভারত, অস্ট্রেলিয়ারও নেই ৭ উইকেট

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ নভেম্বর ২২ ১৭:৩৫:১৫
৭২ বছরের রেকর্ড ভেঙে টেস্টে সর্বনিন্ম রানে অল-আউট ভারত, অস্ট্রেলিয়ারও নেই ৭ উইকেট

পার্থের পেসবান্ধব উইকেটে শুরু থেকেই পেসারদের রাজত্ব ছিল প্রত্যাশিত। তবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার চলমান টেস্টের প্রথম দিন পেস আক্রমণে নাটকীয়তার মাত্রা ছাড়িয়ে গেল। দুই দলের ব্যাটারদের দুর্বলতায় প্রথম দিনেই পতন হয়েছে মোট ১৭টি উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ উইকেট পতনের রেকর্ড এটি, যা ১৯৫২ সালের পর প্রথমবার ঘটল।

টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের নতুন অধিনায়ক জসপ্রীত বুমরাহ। কিন্তু অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে ভারতীয় ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। অভিষিক্ত নীতিশ কুমার রেড্ডির ৪১ এবং রিশাভ পান্তের ৩৭ রানের ইনিংস ছাড়া বাকিরা ছিলেন সম্পূর্ণ নিষ্প্রভ। নীতিশ ও পান্তের ৮৫ বলে ৪৮ রানের জুটি দলের স্কোর দেড়শ ছাড়াতে কিছুটা সাহায্য করে।

ভারতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ৪৯.৪ ওভারে, ১৫০ রানে। অস্ট্রেলিয়ার পেসারদের মধ্যে জশ হ্যাজেলউড একাই চারটি উইকেট নেন। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং ক্যামেরন গ্রিন প্রত্যেকে নেন দুটি করে উইকেট।

অল্প রানেই গুটিয়ে যাওয়ার পর ভারতীয় বোলারদের সামনে অস্ট্রেলিয়ার বড় চ্যালেঞ্জ ছিল। ভারতীয় পেস আক্রমণে নেতৃত্ব দেওয়া বুমরাহ শুরু থেকেই ভয়ংকর রূপে দেখা দেন। তার বোলিংয়ে শুরুর ধাক্কা সামলাতে পারেনি স্বাগতিকরা।

অভিষিক্ত ওপেনার নাথান ম্যাকসোয়েনিকে ফিরিয়ে শুরুটা করেন বুমরাহ। এরপর চতুর্থ ওভারে উসমান খাজাকে ফেরান তিনি। খাজা করেন মাত্র ৮ রান। তারপর ক্রিজে আসেন স্টিভ স্মিথ। তবে প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে গোল্ডেন ডাকের লজ্জায় সাজঘরে ফেরেন স্মিথ। স্মিথের বিদায়ের পর অস্ট্রেলিয়া আর ঘুরে দাঁড়াতে পারেনি।

ভারতীয় পেসারদের মধ্যে বুমরাহ সবচেয়ে সফল। ১০ ওভারে ৩৩ রান দিয়ে তুলে নিয়েছেন চারটি উইকেট। মোহাম্মদ সিরাজ ও হর্ষিত রানা মিলে শিকার করেছেন তিনটি উইকেট।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে স্কোর দাঁড়িয়েছে ৬৭/৭। স্বাগতিকরা এখনো ভারতের প্রথম ইনিংসের চেয়ে ৮৩ রানে পিছিয়ে। ১৬ রান করলেই এড়াতে পারবে ভারতের বিপক্ষে তাদের সর্বনিম্ন স্কোরের লজ্জা (৮৩ রান)।

টেস্টের প্রথম দিনে ১৭ উইকেট পতন শুধু দুর্লভই নয়, রেকর্ড গড়ার মতো। ১৯৫২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটাই প্রথম দিনে সবচেয়ে বেশি উইকেট পতনের ঘটনা। পার্থের উইকেট পেসারদের জন্য স্বর্গ হলেও ব্যাটারদের জন্য বিভীষিকা।

বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট এরই মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। দ্বিতীয় দিনের শুরুতে অস্ট্রেলিয়ার ইনিংসের বাকি তিন উইকেট দ্রুত তুলে নিয়ে ভারত চাইবে লিড বাড়াতে। তবে পার্থের গতি ও বাউন্সে ব্যাটারদের জন্য রানের সংগ্রহ যে সহজ হবে না, তা একপ্রকার নিশ্চিত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে