ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

১৫২ বছরের ফুটবল ইতিহাস পাল্টে দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন মেসি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ নভেম্বর ২০ ১৪:২৯:৫৬
১৫২ বছরের ফুটবল ইতিহাস পাল্টে দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন মেসি

ফুটবলের ইতিহাসে রেকর্ড গড়া যেন লিওনেল মেসির জন্য নিত্যদিনের ব্যাপার। প্রায় দেড় যুগ ধরে আর্জেন্টিনার এই "লিটল ম্যাজিশিয়ান" ফুটবল বিশ্বে নিজের প্রতিভা ও দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। ২০২৪ সালে নিজের শেষ ম্যাচেও তিনি যুক্ত করলেন আরেকটি বিশ্বরেকর্ড।

গত রাতে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। ইন্টার মিলানের এই স্ট্রাইকার গোলটি করেন মেসির নিখুঁত ক্রসে দুর্দান্ত এক ভলির মাধ্যমে। যদিও গোলটি করেছেন লাউতারো, কিন্তু এই অ্যাসিস্টের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে একটি নতুন মাইলফলক ছুঁয়েছেন মেসি।

এই ম্যাচে অ্যাসিস্টের মাধ্যমে মেসি আন্তর্জাতিক ফুটবলে ৫৮টি গোলের সহায়তা করলেন, যা জাতীয় দলের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড। এই রেকর্ডে মেসি একাই শীর্ষে নন। যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ল্যান্ডন ডনোভানও ৫৮টি অ্যাসিস্ট করেছেন। তবে ডনোভান এই রেকর্ড করেছেন ১৫৭ ম্যাচে, যেখানে মেসি খেলেছেন ১৯১টি ম্যাচ।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিলের তারকা নেইমার। তিনি ১২৮ ম্যাচ খেলে করেছেন ৫৭টি অ্যাসিস্ট। বর্তমানে সক্রিয় ফুটবলারদের মধ্যে আরও এগিয়ে আছেন বেলজিয়ামের কেভিন ডে ব্রুইন (৪৯ অ্যাসিস্ট) এবং পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো (৪৮ অ্যাসিস্ট)। তবে মেসির রেকর্ড ছোঁয়া তাদের জন্য এখনো অনেক দূরের পথ।

পেরুর বিপক্ষে ১-০ গোলের এই জয় আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ বাছাইপর্বে আরও দৃঢ়তা নিয়ে এলো। এখন পর্যন্ত ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তারা দক্ষিণ আমেরিকার অঞ্চলীয় বাছাইপর্বের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের চেয়ে তারা আপাতত ৫ পয়েন্টে এগিয়ে আছে। উরুগুয়ে যদি তাদের ম্যাচে জয় পায়, তাহলে ব্যবধান দাঁড়াবে ৩ পয়েন্টে। তবে আর্জেন্টিনার শীর্ষস্থান এখনও নিরাপদ।

আর্জেন্টিনার বাছাইপর্বের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ২০২৫ সালের মার্চে। এই সময়ের মধ্যে দলটি আরও শক্তিশালী হয়ে ফিরবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা।

লিওনেল মেসির এই নতুন রেকর্ড কেবল আর্জেন্টিনা নয়, পুরো ফুটবল বিশ্বে তার কিংবদন্তি মর্যাদাকে আরও উজ্জ্বল করল। ফুটবল ইতিহাসে তার নাম লেখা থাকবে সোনার অক্ষরে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে