ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

যে কারণে বসুন্ধরা গ্রুপের চাকরি ফিরিয়ে দিলেন আবু সাঈদের দুই ভাই

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ নভেম্বর ১৩ ২২:১৫:০৫
যে কারণে বসুন্ধরা গ্রুপের চাকরি ফিরিয়ে দিলেন আবু সাঈদের দুই ভাই

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের দুই ভাই বসুন্ধরা গ্রুপের দেয়া চাকরি ফিরিয়ে দিয়েছেন। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন আবু সাঈদের বড় ভাই আবু হোসেন।

আবু হোসেন জানান, "পারিবারিক কাজের কারণে আমরা দুই ভাই চাকরি ছেড়ে দিয়েছি। আমাদের পক্ষে কাজ না করে শুধু বেতন নেয়াটা ঠিক হবে না।" এই মানবিক বিবেচনায় তারা চাকরিগুলি ফিরিয়ে দেন বলে তিনি উল্লেখ করেন।

গত ৯ অক্টোবর বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক মো. ইয়াসিন হোসেন পাভেল পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে তার দুই ভাইয়ের হাতে নিয়োগপত্র তুলে দেন। সেই নিয়োগপত্র অনুযায়ী, আবু সাঈদের ভাই রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিন-এর রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আবু হোসেনকে টিভি চ্যানেল নিউজ-২৪ রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী পদে নিয়োগ দেয়া হয়েছিল।

উল্লেখ্য, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরবর্তীতে ওই গেটটি শিক্ষার্থীরা ‘শহিদ আবু সাঈদ গেট’ হিসেবে নামকরণ করেন। সাঈদ ছিলেন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক।

আবু সাঈদের এই মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের মাঝে ব্যাপক শোকের ছায়া ফেলে এবং বৈষম্যবিরোধী আন্দোলনে নতুন প্রেরণা যোগায়। পরিবার ও আন্দোলন সংশ্লিষ্টদের দাবি, শহিদ আবু সাঈদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতি সমাজ ও প্রশাসনের আরো দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে