ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন নেইমার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ নভেম্বর ১২ ২২:৪৬:১০
বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন নেইমার

সৌদি আরবের ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের ঘোষণায় ফুটবল বিশ্বে সাড়া পড়েছে। মধ্যপ্রাচ্যের এই কেন্দ্রীয় দেশে ফুটবলের প্রচলন বাড়াতে ইতিমধ্যেই তারকা খেলোয়াড়দের আকর্ষণ করা হয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও নেইমারের মতো ইউরোপের জনপ্রিয় তারকাদের মোটা বেতনে নিয়োগ করে সৌদি ক্লাব ফুটবলকে আকর্ষণীয় করে তোলা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আল-হিলাল থেকে নেইমারের বিদায়ের গুঞ্জন শোনা যাচ্ছে।

দীর্ঘদিন এ বিষয়ে মন্তব্য না করলেও, এবার সৌদি ফুটবল এবং আসন্ন ২০৩৪ বিশ্বকাপ নিয়ে মুখ খুলেছেন নেইমার। সৌদি আরবে খেলতে পেরে এবং সেখানকার সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পেরে তিনি খুশি। যদিও আল-হিলাল ক্লাবে নিজের অবস্থান নিয়ে কিছু বলেননি, তবে সৌদি আরবের ফুটবলের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন। ব্রাজিলিয়ান এই তারকা ইনজুরির কারণে এক মাসের জন্য মাঠের বাইরে থাকলেও আল-হিলালে খেলে সম্মানিত হয়েছেন বলে জানিয়েছেন।

নেইমার বলেন, “এখানে খেলার সুযোগ পাওয়া এবং এমন দেশে বসবাস করা আমার জন্য সম্মানের। এখানকার ফুটবল খেলার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। সৌদি আরবের ফুটবল বিশ্বে যেভাবে তারকাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, তা প্রশংসার দাবিদার। অন্যান্য তারকারও সৌদিতে এসে খেলার অভিজ্ঞতা নেওয়া উচিত।”

সৌদি আরবের প্রস্তাবিত বিশ্বকাপ আয়োজনের প্রকল্প পরিদর্শনের পর নেইমার বলেন, “সৌদি আরবের আয়োজন দেখে আমি মুগ্ধ। এখানে এসে আমার ধারণা অনেকটাই বদলেছে, এখানকার পরিবেশ খুবই ইতিবাচক। অন্যদের সৌদি সংস্কৃতি সম্পর্কে জানার এবং উপলব্ধি করার সুযোগ পাওয়া উচিত।”

২০৩৪ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশগ্রহণ করবে, যা বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে একটি বড় সংযোজন। সৌদি আরব এই বৃহৎ আয়োজনের দায়িত্ব নিতে প্রস্তুত। দেশটির পাঁচটি শহরের ১৫টি স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮টি স্টেডিয়াম থাকবে রাজধানী রিয়াদে। নতুনভাবে নির্মিত হতে যাচ্ছে ‘কিং সালমান স্টেডিয়াম’, যেখানে প্রায় ৯২ হাজার দর্শক ধারণক্ষমতা থাকবে। বিশ্বকাপের উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচও এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপ আয়োজনে বিশাল বিনিয়োগ করতে সৌদি আরব বেশ আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল। পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের অধীনে এই আয়োজনকে আরও জোরদার করার জন্য নেইমার, রোনালদোর মতো তারকাদের নিয়োগ দেওয়া হয়। নেইমার এই বিশ্বকাপ আয়োজনকে সমর্থন জানিয়ে বলেন, “আমি এবং আমার পরিবার এখানে থাকতে পেরে খুবই খুশি। আশা করি, সৌদিতে বিশ্বকাপ আয়োজনের এ বিশাল প্রচেষ্টা সফল হবে এবং এটি ফুটবলপ্রেমীদের জন্য অসাধারণ এক আয়োজন হবে।”

বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিয়ে সৌদি আরব বেশ আগেই কাজ শুরু করেছে এবং তাদের লক্ষ্য ২০৩৪ সালের বিশ্বকাপকে সবচেয়ে বড় এবং দর্শনীয় করে তোলা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে