ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

প্রথম দিনেই কঠিন হুঁশিয়ারি দিলেন মোস্তফা সরয়ার ফারুকী চারে দিকে উঠলো প্রশংসার ঝড়

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ নভেম্বর ১১ ১৬:৪৬:১৪
প্রথম দিনেই কঠিন হুঁশিয়ারি দিলেন মোস্তফা সরয়ার ফারুকী চারে দিকে উঠলো প্রশংসার ঝড়

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো আজ সচিবালয়ে নিজের দাপ্তরিক দায়িত্ব পালন শুরু করেছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এক ব্রিফিংয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো সম্পর্কে কঠোর অবস্থান গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার সচিবালয়ে নিজের দায়িত্ব পালন শুরুর পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ফারুকী বলেন, “অন্তর্বর্তী সরকার শিল্প ও সংস্কৃতি চর্চার স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এ স্বাধীনতার যথাযথ ব্যবহারও অত্যন্ত জরুরি। কুরুচিপূর্ণ, মানহীন বা জঘন্য কোনো কনটেন্ট কেউ যদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, নাটক হচ্ছে, যাত্রা হচ্ছে কেউ তা বন্ধ করেনি। অন্তর্বর্তী সরকার শিল্প-সংস্কৃতি চর্চায় বাধা হবে না। তবে যারা শিল্প চর্চা করছে তাদেরও সচেতন হতে হবে।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা আরো বলেন, বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে যা বলা হচ্ছে, এ বিষয়ে কিছু বলার নেই। ২০১৩ সালে আমাকে বলা হতো জামায়াত-শিবির। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে তখন বলেছিলাম, এই চেতনা দিয়ে কী করব। সে সময় আমাকে শিবির বলা হয়েছিল। কেউ মনে করে জামায়াতি, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ। কিন্তু আমি কারো লোক নই। আমি আমার। আমি কারও প্রতি চিরস্থায়ী বন্দোবস্ত দিইনি।

নিজের কাজ সম্পর্কে ফারুকী বলেন, একা কোনো কিছু করা সম্ভব না। সবাইকে নিয়ে কাজ করব। এখানে বাজেট কম। তবে আমার টিম ভালো। নতুন বাংলাদেশের ন্যারেটিভ ফিল্ম ছাড়া পূরণ করা সম্ভব না। দৃশ্যমান পরিবর্তন কীভাবে সম্ভব এক বছর মেয়াদি পরিকল্পনা করব। এরপর প্রধান উপদেষ্টাকে জানাব। আশা করি সহযোগিতা দিবে।

ফারুকী আরো বলেন, গতকাল (রোববার) পর্যন্ত উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার বিষয়ে ‘না’-তে ছিলাম। পরে এসে হ্যাঁ বললাম। কারণ, আমি দেশের জন্য কিছু করতে চাই। সবচেয়ে বড় কথা হলো, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাজ করতে চাই। ব্যক্তিগত কাজের সূত্রে আগে থেকেই তার কাজের ধরনের সঙ্গে যোগাযোগ ছিল বলেও জানান তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে