ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

উপদেষ্টা হওয়ার পর ফারুকীর ফেসবুক পোস্ট ভাইরাল, সারা দেশে নতুন করে উঠলো আলোচনার ঝড়

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ নভেম্বর ১০ ২৩:০৯:২৩
উপদেষ্টা হওয়ার পর ফারুকীর ফেসবুক পোস্ট ভাইরাল, সারা দেশে নতুন করে উঠলো আলোচনার ঝড়

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় তিনি উপদেষ্টা পরিষদে যোগ দেন। তার সঙ্গে উপদেষ্টা পরিষদে আরও যুক্ত হয়েছেন ব্যবসায়ী সেখ বশির উদ্দিন এবং ছাত্রনেতা মাহফুজ আলম।

ফারুকীর উপদেষ্টা হওয়ার গুঞ্জন রোববার বিকেল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এরই মধ্যে তার পুরনো একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে, যেখানে তিনি লিখেছিলেন, “আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি।”

তবে দীর্ঘ সেই পোস্টে আসলে কেন এই মন্তব্য করেছিলেন ফারুকী? মূলত আওয়ামী লীগের প্রোপাগান্ডায় ক্ষিপ্ত হয়ে করা সেই পোস্টে এই চলচ্চিত্র নির্মাতা ‘আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি’ মন্তব্যটির পর একটি হাসির ইমোজি দিয়েছিলেন।

এরপর লিখেছিলেন, ‘আওয়ামী প্রোপাগান্ডু লীগ যেভাবে আমার ব্যাপারে তাদের ক্ষোভ জানাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা আছে। সুতরাং ফ্যাসিবাদের পুচ্ছে আগুন কোটায় আমাকে উপদেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানাচ্ছি।’

আলোচিত সেই ফেসবুক পোস্টে নিজের রাজনৈতিক নিরপেক্ষতার কথা জানিয়ে ফারুকী লিখেছিলেন, ‘ওহে, আমি কোনো রাজনৈতিক কর্মী না। আমি আওয়ামী লীগ-বিএনপি সবারই ভালো কিছুর প্রশংসা এবং খারাপ কাজের নিন্দা করতে পারি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে