ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাংলাদেশের যে গ্রামের জনসংখ্যা মাত্র ৪ জন

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ নভেম্বর ১০ ২২:৪৯:৫৯
বাংলাদেশের যে গ্রামের জনসংখ্যা মাত্র ৪ জন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম উমানাথপুর, যেখানে জনসংখ্যা মাত্র চারজন। দেশের জনসংখ্যার ঘনত্ব যেখানে প্রতি বর্গকিলোমিটারে এক হাজারের বেশি, সেখানে একটি পুরো গ্রামে কেবল চারজন মানুষ বসবাস করছেন—এই খবর অনেককেই অবাক করেছে।

উমানাথপুর গ্রামটি ঈশ্বরগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। গ্রামের একমাত্র বসতবাড়িটির মালিক ৭০ বছর বয়সী দলিল লেখক সিরাজুল সরকার। এ বাড়িতে রয়েছে দুটি বসতঘর, একটি গোয়ালঘর, একটি পুকুর, টয়লেট ও কিছু গাছপালা। বাড়ির চারপাশে অন্যের জমি থাকায় সরাসরি প্রবেশের পথ নেই, তাই পাশের জমির আইল দিয়ে বাড়িতে ঢুকতে হয়।

গ্রামটি শুধুমাত্র আশপাশের কিছু মানুষ এবং ভূমি মানচিত্রে পরিচিত। এর নিজস্ব মৌজা ও জেএল নম্বর ১১৬ রয়েছে, যা উমানাথপুর নামে নথিভুক্ত। পশ্চিমে ব্রহ্মপুত্র নদ এবং উত্তরে রামগোবিন্দপুর, দক্ষিণে হরিপুর, পূর্বে উদয়রামপুর গ্রাম দিয়ে উমানাথপুর বেষ্টিত।

উমানাথপুর গ্রামের বাসিন্দা সিরাজুল সরকার জানান, তার বাবা রমজান আলী সরকার ও পূর্বপুরুষরা ব্রিটিশ আমলে এই বাড়িটি প্রতিষ্ঠা করেন। প্রায় ৭ একর জমির ওপর গড়ে উঠেছে এই গ্রাম। সিরাজুল সরকার বর্তমানে স্ত্রী, পুত্রবধূ এবং নাতিকে নিয়ে এই বাড়িতে বসবাস করছেন। তার ছেলে সম্প্রতি মারা যাওয়ায় বর্তমানে পরিবারের সদস্য সংখ্যা চারজন।

প্রতিবেশীরা এই ছোট্ট গ্রামের অস্তিত্ব সম্পর্কে অনেক আগে থেকেই জানেন। উদয়রামপুর গ্রামের ইকবাল হোসেন জানান, শৈশব থেকে উমানাথপুর গ্রামটি তিনি দেখে আসছেন। হরিপুর গ্রামের বাসিন্দা নয়ন মিয়া বলেন, “একটি বাড়ি নিয়ে একটি গ্রাম—শুনতে অবিশ্বাস্য হলেও এটি সত্য।”

গ্রামের একমাত্র বাড়িতে যাতায়াতের সুবিধার্থে রাস্তা প্রসারিত করার কথা ভাবছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। রাজীবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলী ফকির বলেন, “একটি বাড়ি নিয়েই এই গ্রামের সৃষ্টি হয়েছে, তবে কীভাবে এই গ্রামটির উৎপত্তি, তা আমার জানা নেই।”

ঈশ্বরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার জানান, “উমানাথপুর গ্রাম পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রামের মানুষ যাতে সহজে যাতায়াত করতে পারেন, সেই লক্ষ্যে রাস্তার উন্নয়নে সরকারি প্রকল্প বাস্তবায়ন করা হবে।”

গ্রামের এই অদ্ভুত ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি দেশের মানুষের মধ্যে বিস্ময়ের জন্ম দিয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে