ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

মিরাজের সামনে দুর্দান্ত এক হ্যাটট্রিকের সুযোগ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ নভেম্বর ০৫ ২০:৫০:৫৭
মিরাজের সামনে দুর্দান্ত এক হ্যাটট্রিকের সুযোগ

বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক সময়টা বিশেষ সুবিধার না হলেও দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পারফর্ম্যান্স আলো ছড়াচ্ছে। আগস্টে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে দাপুটে পারফর্ম করেন মিরাজ। সেঞ্চুরি করতে না পারলেও রাওয়ালপিন্ডিতে হওয়া দুই টেস্টেই তিনি পরপর ৭৭ ও অপরাজিত ৭৮ রানের দুটি ইনিংস খেলেন, যা দলের সাফল্যে বড় অবদান রেখেছিল।

তবে টেস্ট সিরিজ শেষে ভারতে এবং সর্বশেষ দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে নাকানি চুবানি খায় বাংলাদেশ দল। অধিনায়ক শান্তর নেতৃত্বাধীন দলটি পুরোপুরি ছন্দহীন থাকলেও, ঢাকায় প্রোটিয়াদের বিপক্ষে শেষ টেস্টে দ্বিতীয় ইনিংসে মিরাজ লড়াই করেন। একপ্রান্তে প্রতিরোধ গড়ে তুলে ৯৭ রানে পৌঁছে গেলেও মাত্র ৩ রানের জন্য শতক ছুঁতে পারেননি। তবুও তার সংগ্রামী ইনিংসটি সমালোচকদের প্রশংসা কুড়ায়।

এবার আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেও মিরাজকে সাকিববিহীন বাংলাদেশ দলের প্রধান চালিকাশক্তি হিসেবে ভাবা হচ্ছে। ভক্তদের জন্য আশার খবর হলো, এই সিরিজে মিরাজের সামনে রয়েছে এক অন্যরকম হ্যাটট্রিকের বিরল সুযোগ। আগামীকাল ৬ নভেম্বর শারজায় সিরিজের প্রথম ম্যাচে যদি মিরাজ ম্যাচসেরার পুরস্কার পান, তাহলে তিনি আফগানিস্তানের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে ম্যাচে ম্যাচসেরা হওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করবেন।

পরিসংখ্যান বলছে, আফগানিস্তানের বিপক্ষে ২০২৩ সালের ৭ অক্টোবর ভারতের ধর্মশালায় ওয়ানডে বিশ্বকাপে মিরাজ ম্যাচসেরা হন। ওই ম্যাচে ৭৩ বলে ৫৭ রান এবং ২৫ রানে ৩ উইকেট নিয়ে দারুণ পারফর্ম করেন মিরাজ, ফলে বাংলাদেশ ৬ উইকেটে জয় পায়। এর আগের ম্যাচে ৩ সেপ্টেম্বর লাহোরে এশিয়া কাপের খেলায়ও ম্যাচসেরা ছিলেন তিনি। ওপেন করতে নেমে ১১৯ বলে ১১২ রানের অসাধারণ ইনিংস এবং ৪১ রানে ১ উইকেট নিয়ে বাংলাদেশকে বড় জয় এনে দেন মিরাজ।

বাংলাদেশের কোনো ক্রিকেটার এর আগে টানা তিন ম্যাচে ম্যাচসেরা হওয়ার রেকর্ড গড়তে পারেননি। প্রয়াত মানজার রানাই একমাত্র ক্রিকেটার, যিনি ২০০৫ সালে পরপর দুই ম্যাচে ম্যাচসেরা হন। তিনি চট্টগ্রাম এবং ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে বোলিং ও ব্যাটিংয়ে দারুণ পারফর্ম করেছিলেন। তবে তৃতীয় ম্যাচে তিনি আর ম্যাচসেরা হতে পারেননি, যেখানে মোহাম্মদ রফিক অসাধারণ পারফর্ম করে সেরার পুরস্কার অর্জন করেন।

মিরাজের সামনে তাই রয়েছে এক বিশেষ সুযোগ—যদি তিনি প্রথম ম্যাচে সেরা হন, তবে বাংলাদেশ ক্রিকেটে এক নতুন ইতিহাস রচনা করবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে