ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

হংকং সিক্সেস টুর্নামেন্টে সুপার এইটে উঠলো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ নভেম্বর ০১ ১৬:১৯:৩৭
হংকং সিক্সেস টুর্নামেন্টে সুপার এইটে উঠলো বাংলাদেশ

হংকং সিক্সেস টুর্নামেন্টের গ্রুপ পর্বের এক ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১৮ রানে হেরে গেছে বাংলাদেশ। যদিও দুই দলই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে পৌঁছেছে।

ম্যাচের শুরুতে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। শ্রীলঙ্কার ওপেনার সাদুন উইরাকোডিকে আউট করে সোহাগ গাজী টাইগারদের প্রথম উইকেট এনে দেন; সাদুন করেন ৬ বলে ১৮ রান। এরপর থানুকা দাবারে ও লিহুরু মাদুশাঙ্কার ঝড়ো ব্যাটিংয়ে বড় স্কোরের দিকে এগোয় শ্রীলঙ্কা।

নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করে শ্রীলঙ্কা। থানুকা ১২ বলে ৩২ রান করেন, আর মাদুশাঙ্কা অপরাজিত থাকেন ১৭ বলে ৪৮ রান করে। শেষ ওভারে বাংলাদেশের জিসান আলম ৬ রান দিয়ে ২ উইকেট নেন, যা কিছুটা হলেও প্রতিরোধ গড়ে দেয়।

১০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই অধিনায়ক ইয়াসির আলী আউট হন (২ বলে ৬ রান)। এরপর জিসান আলম ও মোহাম্মদ সাইফউদ্দিন ইনিংসের ভার সামলান। ধীরগতিতে শুরু করলেও পরবর্তীতে দুজনেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। জিসান ১৩ বলে ২৭ রান করে আউট হলে সাইফউদ্দিন লড়াই চালিয়ে যান। তার ১৭ বলে ৪২ রানের অপরাজিত ইনিংসটি যথেষ্ট হয়নি, কারণ নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ ৮৯ রানেই থেমে যায়। শ্রীলঙ্কার লাহিরু সামারকুন ২ উইকেট নেন, যা দলের জয়ে সহায়ক হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে