ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ব্রেকিং নিউজ: মিচেল স্টার্ক রাবিন্দ্র জাদেজাদের পিছনে ফেলে শীর্ষে তাইজুল ইসলাম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ নভেম্বর ০১ ১১:৩৮:২৬
ব্রেকিং নিউজ: মিচেল স্টার্ক রাবিন্দ্র জাদেজাদের পিছনে ফেলে শীর্ষে তাইজুল ইসলাম

মিরপুরের পর চট্টগ্রামে ৫ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম, যার মাধ্যমে এবার মিচেল স্টার্ক, রবীন্দ্র জাদেজা ও বুমরাহর মতো বোলারদের ছাড়িয়ে গেলেন তিনি। দেশের তো বটেই, বিশ্ব সেরা তারকারাও এখন তার চেয়ে পিছিয়ে। ৩২ বছর বয়সে এসেও বাঁহাতের ভেলকি দেখাচ্ছেন তিনি। এদিন তার পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার পর তিনি এমন কীর্তি স্থাপন করলেন।

বাংলাদেশ ক্রিকেটে "আন্ডাররেটেড" শব্দটা এক বহুল চর্চিত বিশেষণ, যার অন্যতম বাহক বলা চলে তাইজুল ইসলামকে। প্রায় এক দশকের ক্যারিয়ারের সমানতালে সাফল্য পাচ্ছেন বল হাতে, অথচ কখনোই বিশেষভাবে লাইমলাইটে আসতে পারেননি। তবে তাতে তার পারফরম্যান্সের যে ভাটা পড়েনি, তার প্রমাণ মিরপুর ও চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরপর দুই ম্যাচে অসাধারণ নৈপুণ্য।

ছাড়িয়ে গেলেন মিচেল স্টার্ক, রবীন্দ্র জাদেজা ও বুমরাহর মতো ক্রিকেট বিশ্বের সেরা বোলাররা। গত ম্যাচে ৫ উইকেট নিয়ে তাইজুল বলেছেন, সাকিবের আড়ালে এতদিন নিজের মুখটা লুকিয়ে রাখতে হয়েছে তাকে। এখন তিনি নেই, তাই মূল দায়িত্বটি তার কাঁধে পড়েছে। মুখে বলার পাশাপাশি পারফরম্যান্সের মাধ্যমে নিজের দেওয়া কথা রাখছেন তিনি।

২০১৪ সালে অভিষেক হওয়ার পর দশ বছর পার হয়ে গেলেও এখনও বিশেষভাবে তাকে নিয়ে বিশ্লেষণ হয় না দেশের ক্রিকেটে। একটুও মন খারাপ হলেও তিনি জানেন ধারাবাহিক হলে একদিন সফলতা আসবেই। তাইতো এমন পরিশ্রম করে যাচ্ছেন।

চলতি বছর পাঁচ ম্যাচে তাইজুলের উইকেট সংখ্যা ১৭টি, যা তার চেয়ে বেশি ম্যাচ খেলেই তার নিচে রয়েছে মিচেল স্টার্ক। এমনকি কিছুদিন আগে অবসর নেওয়া কিংবদন্তি স্যার জেমস অ্যান্ডারসনও পাঁচ ম্যাচে ১৪ উইকেট নিয়ে রয়েছেন তার পরেই। ২০২০ সাল থেকে চলমান সিরিজ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী টেস্টে ১১তম সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তাইজুল। গত চার বছরে ২২ ম্যাচে নিয়েছেন মোট ১০৩ উইকেট। এ তালিকায় রবীন্দ্র জাদেজা ছয় ম্যাচে ৯৮ উইকেট নিয়েছেন।

বিগত চার বছরে সর্বোচ্চ উইকেট শিকারের দিক থেকে শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ সিরাজের থেকে এগিয়ে টাইগার স্পিনার তাইজুল ইসলাম। এখন থেকেই বোঝা যায়, দেশের তো বটেই, বিশ্বের অন্যতম সেরা স্পিনার তথা বোলার। এভাবে অব্যাহত থাকলে তিনি একসময় আরও অনেক সেরা বোলারকে ছাড়িয়ে যাবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে