ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সাকিব কবে জাতীয় দলে ফিরবেন জানালেন বিসিবি বস ফারুক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ অক্টোবর ৩১ ১৪:৪৬:৫৬
সাকিব কবে জাতীয় দলে ফিরবেন জানালেন বিসিবি বস ফারুক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর, বাংলাদেশ আগামী ৬ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে প্রস্তুত। এই সিরিজটি ওয়ানডে সংস্করণের হওয়ায় সাকিব আল হাসান খেলবেন কি না, সে বিষয়ে আলোচনা বেশ কিছু দিন ধরে চলছে।

গতকাল বিসিবি সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছিলেন, সাকিব আসন্ন সিরিজে খেলার জন্য উপস্থিত থাকতে পারেন। তবে আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামে বোর্ড সভাপতির বক্তব্য থেকে সাকিবের না খেলার ইঙ্গিত পাওয়া গেছে, যা ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

দলে ফিরতে সাকিবের আরেকটু সময় দরকার বলে মত বিসিবি সভাপতি ফারুক আহমেদের। তিনি বলেন, 'সাকিব যখন চেষ্টা করছিল দেশে আসার, আসতে পারছিল না। তখন আমি কথা বলেছি তার সাথে ২-১ বার। প্র্যাকটিসেও খুব একটা নাই ও। আমার মনে হয় ওর একটু সময় দরকার। আবার দলে যোগ দেওয়ার আগে। এখনও সিদ্ধান্ত হয়ে যায়নি। তবে আমার মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম। বলছি না খেলবে না, তবে না খেলার সম্ভাবনাই বেশি।'

আফগানিস্তান সিরিজ না খেললে এই সময়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারেন সাকিব জানালেন ফারুক, 'তার মানসিক অবস্থা, আবার একটা টি-টেন লিগও আছে; এখনও পারমিশন দেইনি, এনওসি দিলে খেলে ফেলবে। সাকিব এখনও ৫০ ওভারের ক্রিকেট ভালো করে খেলতে পারবে আমি বিশ্বাস করি। সামনে খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। মনে হচ্ছে এই ট্যুর সে মিস করবে।'

কিছু দিন আগে আফগানিস্তান সিরিজে খেলার বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিসিবির উপর দায়িত্বভার চাপিয়েছিলেন সাকিব আল হাসান। তিনি ক্রিকবাজকে বলেছেন, “আমি কীভাবে বলব, এটা তো বিসিবির বলা উচিত।”

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলার পর সাকিব ফরম্যাটটি থেকে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার এই আগ্রহের কারণে বিসিবি তাকে রেখেই দল সাজায়। কিন্তু আন্দোলনের কারণে নিরাপত্তাজনিত সমস্যার কারণে দেশে ফেরার পরিকল্পনা স্থগিত হয়ে যায়, যার ফলে ক্রিকেট বোর্ডও সাকিবকে বাদ দিয়ে নতুন স্কোয়াড তৈরি করতে বাধ্য হয়।

সাকিব এর আগে ভারতের মাটিতে সিরিজ চলাকালে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তিনি ওয়ানডে ক্যারিয়ারও দীর্ঘায়িত করতে চান না বলে জানান। আগামী বছরে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নিতে চান তিনি।

বাংলাদেশ আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। একই ভেন্যুতে ৯ ও ১১ নভেম্বর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। সাকিবের অনুপস্থিতি দলের প্রস্তুতি এবং পারফরম্যান্সে কী প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে