ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশের ওয়ানডে ও টেস্ট ফরমেটের অধিনায়কের নাম চূড়ান্ত করলো বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ অক্টোবর ৩১ ০০:৪০:২১
বাংলাদেশের ওয়ানডে ও টেস্ট ফরমেটের অধিনায়কের নাম চূড়ান্ত করলো বিসিবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে নাজমুল হোসেন শান্ত সিলেকশন প্যানেল ও বিসিবিকে জানিয়ে দেন তিনি আর অধিনায়কের দায়িত্ব পালন করতে চান না। এরপরই শুরু হয় নানা জল্পনা কল্পনা। সবার মনে একটাই প্রশ্ন কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি অধিনায়ক।

আলোচনার শুরু থেকেই নাম ছিল মেহেদী হাসান মিরাজের। তবে বোর্ডের এক পক্ষ মিরাজকে অধিনায়ক করতে বাধা দিচ্ছিল। কিন্তু আজ বোর্ড সভার পর টেস্ট ফরমেটে অধিনায়ক হিসেবে মিরাজের নাম নিশ্চিত হয়ে গেছে।

তবে এখনো যদি কিন্তু উপর দাড়িয়ে আছে মিরাজের ওয়ানডে অধিনায়ক হওয়া। নাজমুল হোসেন শান্ত’র কথা বলতে চেয়েছেন বিসিবি বস ফারুক আহমেদ। তবে সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে। শুধু বিসিবির বসের কথা বলার যদি শান্ত অধিনায়কত্ব না করতে চায় তাহলে টেস্টের পাশাপাশি ওয়ানডে ফরমেটেও অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন মিরাজ।

সবকিছু চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। এখন শুধু আনুষ্টানিক ঘোষণা বাকি আছে। তবে টি-টোয়েন্টি ফরমেটের অধিনায়কের নাম এখনোই ঘোষণা করতে চায় না বিসিবি। কেননা বাংলাদেশের টি-টোয়েন্টি খেলা আছে দুই মাস পর। তাই টি-টোয়েন্টি অধিনায়ক নাম পরে ঘোষণা করবে বিসিবি। টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে