ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

ঘরের শত্রু  বিভীষণ: তামিমের যে পরামর্শে জাকেরকে আউট করেছে কেশভ মহারাজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ অক্টোবর ২৩ ২২:৩৯:১৫
ঘরের শত্রু  বিভীষণ: তামিমের যে পরামর্শে জাকেরকে আউট করেছে কেশভ মহারাজ

কেশভ মহারাজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন, যদিও তিনি মাত্র তিনটি ম্যাচ খেলতে পেরেছিলেন। সেই সময় দলের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে তার ভালো সম্পর্ক গড়ে উঠেছিল।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে আসার পর, মহারাজ তামিমের সাথে যোগাযোগ করে উইকেটে ভালো করার জন্য টিপস চেয়েছিলেন। তামিমও তাকে হতাশ করেননি এবং বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ মেনেই মহারাজ ঢাকা টেস্টের দুই ইনিংসে ৬ উইকেট শিকার করেছেন।

তামিমের অবদানের কথা স্বীকার করে মহারাজ বলেন, ‘আমি তামিম ভাইকে মেসেজ করেছিলাম। তার সঙ্গে আমার ভালো সম্পর্ক, সেটা মূলত বিপিএল খেলার কারণে। আমি তাঁর কাছে কন্ডিশনের ব্যাপারে কিছু পরামর্শ চেয়েছিলাম। তিনি কিছু কথা বলেছিলেন, উইকেট কেমন আচরণ করতে পারে, এসব বিষয়ে। তিনি যা বলেছেন, উইকেট ঠিক তেমনই আচরণ করছে।’

মিরপুর টেস্টে বাংলাদেশ এখনও পর্যন্ত ৮১ রানে এগিয়ে আছে, তবে তাদের হাতে মাত্র ৩টি উইকেট বাকি আছে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে মাত্র ১০৬ রানে অলআউট করেছিল, এবং দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশ ব্যাটিংয়ে সমস্যায় পড়ে।

দিন শুরু হয়েছিল ৩ উইকেটে ১০১ রান নিয়ে, কিন্তু বাংলাদেশ ১১২ রানে পৌঁছানোর পর আরও ৩টি উইকেট হারিয়ে ফেলে। তবে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী পুরোনো বলের সুবিধা নিয়ে দলকে লিড এনে দেন এবং ১৩৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। এমন লড়াইয়ের পর দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজও বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন।

তিনি বলেছেন, ‘বাংলাদেশ আজ ভালো করেছে। কন্ডিশন কিছুটা ভালো ছিল। যদি সত্যি বলি, বলটাও ব্যবহৃত ছিল। তবে আমরা এখনো এই ম্যাচে এগিয়ে আছি। বাংলাদেশ লিড পেয়েছে ঠিক আছে, তবে আমাদের ৩টি উইকেট নিতে হবে। আমরা চাইব ওদের অল্প রানে থামিয়ে রাখতে। আমরা এখনো চালকের আসনেই আছি। প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের সেই পারফরম্যান্সের জন্যই আমরা এগিয়ে আছি।’

এদিকে চতুর্থ দিনের চ্যালেঞ্জ নিয়ে প্রোটিয়া এই ক্রিকেটার বলেছেন, ‘ম্যাচ যত গড়াবে স্পিনারদের টার্নেও বৈচিত্র্য যোগ হবে। এখন উইকেট কিছুটা ভেজা। বারবার রোল করায় উইকেটটা কিছুটা ভালো হয়েছে, উইকেট ব্যাটিং–সহায়ক মনে হচ্ছে। আমরা তো বাংলাদেশকে ১০০ বা কম লিডে অলআউট করতে চাইবই। গুরুত্বপূর্ণ হচ্ছে আগামীকাল সকালের সেশনে ভালো শুরু করা।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে