ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার বাঁচা মরার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ অক্টোবর ২২ ২৩:০৪:৪৯
শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার বাঁচা মরার ম্যাচ, দেখেনিন ফলাফল

ইমার্জিং এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শেষ গ্রুপপর্বের ম্যাচে বাংলাদেশ 'এ' দলকে ১৬২ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬১ রান করে। শ্রীলঙ্কার পবন রত্ননায়েক ৪২ এবং সাহান আরাচিগে ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে রেজাউর রহমান রাজা ও রিপন মন্ডল ২টি করে উইকেট নেন। মাহফুজুর রহমান রাব্বি ও সাইফ হাসান পান ১টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান ও আবু হায়দার রনি ছাড়া বলার মত রান কেউ করতে পারেনি। ওপেনিং জুটিতে দারুন শুরু করা বাংলাদেশ শেষ পর্যন্ত নির্ধারীত ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে। ফলে ১৯ রানের জয় পায় শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে পারভেজ হোসেন ইমন ১০ বলে ২৪ রান করেন। সাইফ হাসান ২০ বলে ২৯ রান করে রিটায়ার্ট হার্ড হয়ে ফিরে যান। পরে আর মাঠে নামতে পারেননি। শেষের দিকে ২৫ বলে ৩৮ ঝড়ে ব্যাটিং করে পরাজয়ের ব্যবধান কমিয়েছে আবু হায়দার রনি। এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে