ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশকে অল-আউট করে উল্টো বিপদে দক্ষিণ আফ্রিকা, একাই ৫ উইকেট নিলেন তাইজুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ অক্টোবর ২১ ১৬:৫৬:১২
বাংলাদেশকে অল-আউট করে উল্টো বিপদে দক্ষিণ আফ্রিকা, একাই ৫ উইকেট নিলেন তাইজুল

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দিনটি ছিল ঘটনাবহুল। টস ভাগ্য বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পক্ষে গেলেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি স্বাগতিক দল। দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং আক্রমণের সামনে প্রথম সেশনে এলোমেলো হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৬০ রানে ৬ উইকেট হারিয়ে লাঞ্চে গেলেও বিরতির পর পুরো দল ১০৬ রানে গুটিয়ে যায়।

শুরুতেই উইকেট হারানোর ধাক্কায় বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারেনি। উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম ০ রানে ভিয়ান মুল্ডারের বলের শিকার হন, স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর মুমিনুল হকও একই বোলারের বলে কট বিহাইন্ড হয়ে মাত্র ৪ রান করে আউট হন। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ব্যর্থ হন, মাত্র ৭ রান করে কেশভ মহারাজের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

এরপর মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসান জয় কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও কাগিসো রাবাদার বোলিংয়ের সামনে টিকতে পারেননি। মুশফিক ১১ রানে বোল্ড হন, এবং এই উইকেটের মাধ্যমে রাবাদা টেস্ট ক্রিকেটে নিজের ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। খানিক পরেই লিটন দাসও রাবাদার বাউন্সারে গালিতে ক্যাচ দিয়ে বিদায় নেন।

মেহেদি হাসান মিরাজ কিছুক্ষণ জয়কে সঙ্গ দিলেও লাঞ্চের আগে কেশভ মহারাজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। লাঞ্চের বিরতির পর ওপেনার মাহমুদুল হাসান জয়ও আউট হন ডেন পিটের বলে। অভিষিক্ত জাকের আলীও বেশিক্ষণ টিকতে পারেননি, তিনি মাত্র ২ রান করে মহারাজের বলে স্টাম্পড হন। শেষদিকে নাইম হাসান ও তাইজুল ইসলামও দলকে টেনে তুলতে ব্যর্থ হন, ১০৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাও শুরুতে ধাক্কা খায়। হাসান মাহমুদের প্রথম ওভারেই ৯ রান তুললেও, শেষ বলে অধিনায়ক এইডেন মার্করাম বোল্ড হয়ে ফিরে যান। তবে এরপর টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস মিলে দলকে এগিয়ে নেন। যদিও স্টাবস ৮ রানে জীবন পেলেও, বেশিক্ষণ টিকতে পারেননি। তাইজুল ইসলামের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ২৩ রানে।

এরপর ডেভিড বেডিংহ্যামও একইভাবে তাইজুলের শিকার হন, মাত্র ১১ রান করে কট বিহাইন্ড হন। ডি জর্জি ও রায়ান রিকেল্টন মিলে দক্ষিণ আফ্রিকাকে ১০০ রানের ঘরে নিয়ে যান, কিন্তু ডি জর্জি ৩০ রান করে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফিরে যান। রায়ান রিকেল্টনও বেশিক্ষণ টিকতে পারেননি, তাইজুলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।

তাইজুল ইসলাম একাই দক্ষিণ আফ্রিকার পাঁচটি উইকেট তুলে নেন, এবং দিনের খেলা শেষ হয় প্রোটিয়াদের ৬ উইকেটে ১৪০ রান নিয়ে।সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ- ১০৬/১০ (৪০.১ ওভার) (জয় ৩০, মুশফিক ১১, মিরাজ ১৩, তাইজুল ১৬) (মুল্ডার ৩/২২, রাবাদা ৩/২৬, মহারাজ ৩/৩৪)

সাউথ আফ্রিকা- ১০৮/৬ (৩২) (ওভার) (জর্জি ৩০, স্টাবস ২৩, রিকেলটন ২৭; তাইজুল ৫/৪৯, হাসান ১/৩১)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে