ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সদ্য সংবাদ

সাকিবকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও বিসিবির ৯ নাটক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ অক্টোবর ১৮ ১০:১৪:৪৫
সাকিবকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও বিসিবির ৯ নাটক

প্রায় ২১ দিনের ঘটনাবহুল অধ্যায় নিয়ে সাকিব আল হাসানের অবসরযাত্রা। কানপুরে তপ্ত রোদে দাঁড়িয়ে বলেছিলেন, এখানেই থামতে চান। বাংলাদেশের ক্রিকেটে দেড় যুগেরও বেশি সময় পার করা সাকিব অবসর ঘোষণা করেন দুই ফরম্যাটে—টি-টোয়েন্টি থেকে অবসর নিশ্চিত, এবং টেস্টেও অবসরের ইচ্ছা প্রকাশ করেন। তবে ওয়ানডে থেকে অবসর নিতে চূড়ান্ত সময়সীমা রাখেন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। টেস্টের জন্য তার সিদ্ধান্ত ছিল দোদুল্যমান—যদি দেশে ফিরতে পারেন, মিরপুরে খেলবেন শেষ টেস্ট, অন্যথায় কানপুরেই তার শেষ অধ্যায়।

সাকিব চেয়েছিলেন, বিদায়টা হোক দেশের মাটিতে, চেনা দর্শকদের সামনে। তবে ৫ আগস্টের পরবর্তী সময় তার জন্য কঠিন হয়ে ওঠে। আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ার পর থেকে তিনি অনেকের চোখে খলনায়কে পরিণত হন। সাকিব তার নিরাপত্তার জন্য সরকারের কাছে আশ্রয় চাইলেন। প্রথমে বিসিবি ও সরকারের মনোভাব ছিল নেতিবাচক, কিন্তু পরবর্তীতে তা নম্র হয়। একাধিক পর্যায় পেরিয়ে অবশেষে সাকিব ঢাকায় আসার প্রস্তুতি নেন।

কিন্তু শেষ মুহূর্তে দুবাইয়ে থামতে হলো তাকে। নাটকীয় পরিস্থিতির মুখে, সাকিবকে ঢাকায় ফেরানো সম্ভব হয়নি। ২১ দিনের এই দীর্ঘ ঘটনাপ্রবাহ সাকিবের বিদায়কে এক রোমাঞ্চকর অধ্যায়ে পরিণত করেছে, যা এখনো শেষ হয়নি।

২৬ সেপ্টেম্বর, দুপুর ২টা– সাকিবের অবসর

সাকিব আল হাসান এদিন টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। ভারতের বিপক্ষে কানপুরে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার জানান, টি-টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচটি তিনি ইতোমধ্যেই বিশ্বকাপে খেলেছেন।

তিনি আরও জানান, টেস্ট ক্রিকেট থেকে তার বিদায়টা হবে দেশের মাটিতে। আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সাদা পোশাকে শেষবারের মতো বাংলাদেশের হয়ে খেলবেন তিনি। অবসরের ঘোষণা দিয়ে সাকিব প্রেস কনফারেন্সে বলেন, "আমার মনে হয়, টি-টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচটি খেলে ফেলেছি। মিরপুরে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটিই হবে আমার শেষ টেস্ট।" দেশে ফেরার শর্ত

সাকিব নিজেও জানতেন দেশের পরিস্থিতি তার অনুকূলে নেই। আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংসদ সদস্যের ওপর হামলার কথা জানতেন তিনিও। সেজন্যেই মিরপুরে বিদায়ী টেস্ট খেলার ঘোষণায় একটা শর্ত জুড়ে দিয়েছিলেন সাকিব।

সাকিব বলছিলেন, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বোর্ড খেয়াল রাখছে, বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’

নিজের অবসরের সিদ্ধান্ত ও দেশে ফেরা নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা হয়েছে সাকিবের। তিনি বলেন, ‘দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু অবশ্যই আমার ওপর নির্ভর করছে না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি। তাদেরকে বলা হয়েছে আমার কী পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে, টেস্ট ক্রিকেটে স্পেশালি।’

সাকিবের প্রেস কনফারেন্সের ঘণ্টাখানেক পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ এলেন সংবাদ সম্মেলনে। বোর্ড সভা শেষে কথা বললেন সাকিবের অবসর আর নিরাপত্তা নিয়ে। সেখানেই জানালেন, ‘আমি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) তো আসলে কোনো এজেন্সি না। এটা বিসিবির হাতে না। সরকারের কাছ থেকে আসতে হবে নিরাপত্তা। দুই ধরনের নিরাপত্তা আছে। একটা মামলার, আরেকটা হচ্ছে সমর্থকদের।’

সাকিবের নিরাপত্তার ব্যাপারটি সরকারের উচ্চপর্যায় থেকে আসতে হবে বলেই মনে করেন ফারুক, ‘নিরাপত্তার বিষয়টি সরকারের উচ্চপর্যায় থেকে আসতে হবে। বিসিবি কোনো এজেন্সি না, পুলিশ না, র‍্যাব না। সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যাপারটি আসতে হবে।’

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

২৯ সেপ্টেম্বর– ক্রীড়া উপদেষ্টার পাল্টা শর্ত সাকিবের নিরাপত্তা চাহিদার বিপরীতে এদিন পাল্টা শর্ত দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেও। এক অনুষ্ঠানে হাজির হয়ে বলেছিলেন, ‘সাকিব আল হাসানের পরিচয় দুটি, এটি মনে রাখতে হবে। তিনি একজন খেলোয়াড়। সে হিসেবে তার যতটা নিরাপত্তা দেয়া দরকার সেটা দেয়া হবে। অপরদিকে তিনি একজন রাজনীতিবিদও। আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছেন।’

এসময় সাকিবের প্রতি অনেকটা শর্ত আরোপের সুরে উপদেষ্টা বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে নিজেকেই তার সংশোধন করতে হবে। নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকেই স্পষ্ট করতে হবে। আসিফ মাহমুদ যোগ করেন, ‘রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককেই নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা অবশ্যই করব।’

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রথম নিজের সুর নরম করেন। সংযুক্ত আরব আমিরাতের শারজায় নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ দেখতে গিয়ে জানান, ব্যক্তিগতভাবে তিনি চান সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। দেশে খেলতে এলে সাকিবকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘তিনি (সাকিব) এমন একজন খেলোয়াড়, যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সেই ‍সুযোগ তিনি পান। আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেটা ভিন্ন বিষয়। সেই বিষয়ে আমি কিছু বলতে পারি না, কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়।’

৯ই অক্টোবর– সাকিবের দুঃখপ্রকাশ

সাকিব আল হাসান অবশেষে ছাত্র আন্দোলনের সময় নিজের নীরব ভূমিকার দায় স্বীকার করেছেন। ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে তিনি তার অবস্থান তুলে ধরেন। দায় মেনে নিয়ে সাকিব লেখেন, "এই সংকটকালীন সময়ে আমার সরব উপস্থিতি না থাকায় যারা ব্যথিত বা কষ্ট পেয়েছেন, তাদের অনুভূতির প্রতি আমার শ্রদ্ধা আছে এবং এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের জায়গায় আমি থাকলে হয়তো একইভাবে মনঃক্ষুণ্ন হতাম।"

সাকিব তার দেশের মাটিতে সাদা পোশাকে শেষ ম্যাচ খেলার আকুতি প্রকাশ করে আরও বলেন, "আপনারা জানেন, আমি খুব শীঘ্রই আমার শেষ ম্যাচটি খেলতে যাচ্ছি। আমার পুরো ক্রিকেট ক্যারিয়ারের যাত্রা আপনাদের সমর্থনেই এগিয়েছে। এই ক্রিকেটের গল্পটাও মূলত আপনাদের হাতেই লেখা। তাই আমার শেষ ম্যাচে, এই গল্পের শেষ অধ্যায়ে, আপনাদের পাশে চাই।"

১০ই অক্টোবর– মিরপুরে বিক্ষোভ

সাকিব আল হাসানের একটি ফেসবুক পোস্টের পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়, তবে অনেকেই তাকে ক্ষমা করতে বা সুযোগ দিতে নারাজ। ১০ অক্টোবর রাতে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের সামনে বেশকিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী জড়ো হন। তারা স্টেডিয়ামের দুই নম্বর গেটে সাকিবের ছবি টাঙিয়ে তাকে জুতাপেটা করেন। এরপর, স্টেডিয়াম এলাকার দেয়ালে সাকিব-বিরোধী গ্রাফিতি আঁকেন তারা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, যারা মিরপুর অঞ্চলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করছে, সিদ্ধান্ত নেয় যে তারা কোনোভাবেই সাকিবকে মিরপুর স্টেডিয়ামে খেলতে দেবে না। সেই রাতে তারা স্পষ্ট করে জানায় যে, তারা সাকিবকে আর কখনো বাংলাদেশের জার্সিতে দেখতে চায় না। তাদের অভিযোগ, সাকিব ভোট চুরির সঙ্গে সরাসরি জড়িত এবং দেশের ক্রান্তিকালে বিদেশে আনন্দে সময় কাটাচ্ছিলেন।

১৫ অক্টোবর– আসিফ মাহমুদের গ্রিন সিগন্যাল

যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া জানিয়েছেন, মামলা থাকলেও ক্রিকেটার সাকিব আল হাসানের দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। আসিফ মাহমুদ বলেন, "আইনি বিষয় নিয়ে আমি কিছু বলতে পারব না। এটি একটি বিচারাধীন বিষয়, এবং আইন মন্ত্রণালয় এ বিষয়ে দায়িত্বশীল, তারা এ বিষয়ে উত্তর দিতে পারবে।"

১৬ অক্টোবর– মিরপুর টেস্টের দলে সাকিব

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সাকিব আল হাসান, যিনি দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাকে রেখেই দলটি সাজানো হয়েছে। বিসিবি সূত্রে জানা গেছে, সাকিব ১৭ তারিখ রাতে দেশে ফেরার কথা রয়েছে।

১৬ অক্টোবর মধ্যরাত– দুবাইয়ে আটকালেন সাকিব

বুধবার মধ্যরাতে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে নতুন জটিলতা সৃষ্টি হয়েছে। আপাতত তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন এবং সবকিছু ঠিক থাকলে কেবল ঢাকায় ফিরবেন। মিরপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় সাম্প্রতিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে তার নিরাপত্তা নিয়ে সরকার নতুনভাবে চিন্তাভাবনা করছে। ফলে সাকিবের দেশে ফেরা এখন কিছুটা অনিশ্চয়তার মুখে পড়েছে।

১৭ অক্টোবর– দেশে ফেরা হচ্ছে না সাকিবের

সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে দেশে ফিরতে নিষেধ করা হয়েছে মূলত নিরাপত্তার কারণে। বিপিএল ড্রাফটের পর বোর্ড সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন দুবাইয়ে যান, যেখানে সাকিবের সঙ্গে তাদের কথোপকথন হয়।

সাকিব দেশের একাধিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে তিনি এখনই দেশে ফিরছেন না। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এক বিবৃতিতে জানিয়েছেন যে, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য সাকিবকে দেশে ফিরতে নিরুৎসাহিত করা হয়েছে। এছাড়া তিনি মনে করিয়ে দিয়েছেন যে, সাকিবের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং মানুষের ক্ষোভ রয়েছে।

এখন পর্যন্ত সাকিবের শেষ টেস্টও দেশের বাইরে হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের বিপক্ষে কানপুরে হওয়া টেস্টই হয়তো সাকিবের শেষ টেস্ট ম্যাচ বলে ধরা যেতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে