ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

MD. Razib Ali

Senior Reporter

ডিফেন্ডিং চ্যাম্পিয়ান কলকাতাকে হারাতে পারে বরিশাল, শক্তিমত্তায় কারা এগিয়ে, দেখেনিন পরিসংখ্যান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ অক্টোবর ১৬ ০০:৩৮:২৭
ডিফেন্ডিং চ্যাম্পিয়ান কলকাতাকে হারাতে পারে বরিশাল, শক্তিমত্তায় কারা এগিয়ে, দেখেনিন পরিসংখ্যান

কথা ছিল শাহরুখ খানের কলকাতাকে টেক্কা দেবেন শাকিব খানের ঢাকা, তবে প্লেয়ার্স ড্রাফটের মঞ্চে আয়নাবাজির ভেলকি দেখিয়ে সব আলো নিজের দিকে টেনে নিয়েছে তামিম ইকবালের বরিশাল। কাজটা একাই সেরে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটার এবং দেশীয় কোটা পূরণ হওয়াতে তারা যথেষ্ট শক্তিশালী। আইপিএলের চ্যাম্পিয়ন দলকেও টেক্কা দেওয়ার ক্ষমতা আছে বরিশালের। দুই দলের শক্তিমত্তার মাপকাঠিতে এগিয়ে থাকবে কারা, সেটা বুঝতে পড়বে হবে পুরো রিপোর্ট।

নামিদামি দেশি-বিদেশি তারকাদের দলে ভেড়ানোর মাধ্যমে বিপিএলে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দারুণ স্কোয়া সাজিয়েছে। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে রিটেন করেছে ফরচুন গ্রুপের এই দলটি। তারা অবশ্য মাহমুদউল্লাহ ছেড়ে দিয়ে বিপিএলের ড্রাফটে তাকে দলে ভিড়িয়েছে। প্রথম ডাকে মাহমুদউল্লাহকে তারা ঠিকই দলে টেনে নেয়।

তামিম, মুশফিক এবং রিয়াদের থাকা বরিশালের জন্য বড় শক্তি। তার উপর, তাওহিদ হৃদয়কে দলে নিয়ে আরও চমক দেখিয়েছে তারা। বিপিএল ড্রাফটের ‘এ’ ক্যাটাগরি থাকা মোট ১২ জনের মধ্যে ৬ জনকে নিয়ে তামিমরা। দলের নেতৃত্ব থাকছেন তামিম। বরিশাল আরও নিয়েছে তাইজুল ইসলাম, তানভির ইসলাম এবং পেস বোলিংয়ে ইবাদত হোসেন ও শহিদুল ইসলামকে। এরা যেকোনো দলকে চাপে ফেলতে সক্ষম। এছাড়া আরিফুল ইসলাম ও রিপন মন্ডলের মতো ক্রিকেটাররা প্রয়োজনে বড় অবদান রাখতে পারেন।

এটা শুধু দেশি ক্রিকেটারদের হিসাব। বিদেশি তারকার তালিকাতেও বরিশাল বাজিমাত করেছে। ডেভিড মালানসহ বিভিন্ন তারকা ক্রিকেটারকে দলে টেনেছে তারা। এছাড়া গতবারের শিরোপা জয়ের অন্যতম কারিগর ক্যারিবিয়ান কায়েল মেয়ার্সকে আবারও দলে রেখেছে বরিশাল। তারা চমক দেখিয়ে আরও নিয়েছে পাকিস্তানের তিনজন ক্রিকেটার—মোহাম্মদ আলী ও জাহান খানের মতো ক্রিকেটাররাও দলে আছেন।

বরিশালের শক্তিমত্তা এতটাই যে, দেশীয় তারকারা জাতীয় দলের অভিজ্ঞতা থেকে লাভবান হবে। গত আসরে এই একই কারণেই বরিশাল দল শেষ দিকে চাপ ধরে রাখতে পেরেছিল। সিনিয়র ও জুনিয়রদের নিয়ে গড়া এ দলটির বড় ম্যাচ জেতার অভ্যাসও রয়েছে। তাই এবারও শিরোপা ধরে রাখার আশায় আছে তারা।

কলকাতা নাইট রাইডার্সের সাথে তুলনা করলে দেখা যায়, বরিশালের অভিজ্ঞ ক্রিকেটাররা সংখ্যায় অনেক বেশি। যদিও কলকাতা শক্তিশালী দল, তবে এই বরিশালের সামনে তাদের পাত্তা পাওয়াটা কঠিন বলেই মনে হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে