ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

MD. Razib Ali

Senior Reporter

দুই সাকিবকে একাই টক্কর দিবেন তামিম ইকবাল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ অক্টোবর ১৫ ২৩:২৫:১৭
দুই সাকিবকে একাই টক্কর দিবেন তামিম ইকবাল

২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুই সাকিবকে একাই যেন টক্কর দিতে প্রস্তুত তামিম ইকবাল খান। চ্যাম্পিয়নদের মত স্কোয়াড করে রীতিমতো হইচই ফেলে দিয়েছে ফরচুন বরিশাল। ৩ সিনিয়র এর পাশাপাশি দেশি-বিদেশি একাধিক তারকা নিয়ে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত সবগুলো ফ্র্যাঞ্চাইজিকে। আরো একবার শিরোপা যাবে পদ্মাপারের দলটির ঘরে। ২০২৫ বিপিএলে বরিশালের সম্ভাবনা এবং তাদের সাথে কেমন হবে শাকিব খান ও সাকিব-আল-হাসানের টক্কর তা এখন দেখার বিষয়।

আসন্ন বিপিএলে সবচেয়ে বড় আকর্ষণ মেগাস্টার শাকিব খান। তার তত্ত্বাবধানে পরিচালিত হবে এ টুর্নামেন্টের অন্যতম ফেভারেট দল ঢাকা ক্যাপিটালস। যারা কিনা টিম গঠনে আলাদা ভাবে নজর কেড়েছে সবার। এছাড়া আলোচনার শীর্ষে ভাগে আছে সাকিব আল হাসানের চট্টগ্রাম কিংস। দীর্ঘ দশ বছর পর প্রত্যাবর্তন করেই দলটি বড় চমক দিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার কে নিজেদের স্কোয়াডে নিয়ে। এছাড়া আরো আছে একাধিক নামি দামি ক্রিকেটার।

কিন্তু মজার ব্যাপার হলো এই দুই শাকিবের তুলনায় বেশ শক্তিশালী দল গড়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। টুর্নামেন্টের সবচেয়ে ব্যয়বহুল দল গড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। গত আসরে ৩ সিনিয়র ক্রিকেটার কে নিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল ফরচুন বরিশাল। অধিনায়ক হিসেবে এবারও বহাল আছেন তামিম ইকবাল।

এছাড়া তার সঙ্গে পুনরায় ড্রেসিংরুম শেয়ার করবেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। তাই স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের সবচেয়ে বড় ফ্যানবেজ থাকবে তাদের পক্ষে। তাছাড়া টানা দুই মৌসুম দলটির ক্যাপ্টেন্সি করার কারণে অনেকে ফরচুন বরিশালকে তামিমের দল হিসেবে সম্বোধন করে।

এদিকে তারকা দিক দিয়ে আপস করেনি সাকিব আল হাসানের চট্টগ্রাম কিংস ও শাকিব খানের ঢাকা ক্যাপিটালসও। সাগর পাড়ের দলটার হয়ে সাকিব বাদেও খেলবেন শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও মিথুন আলীর মতো ক্রিকেটাররা। তাদের সাথে বিদেশী তারকা হিসেবে আছেন মঈন আলি, অ্যাঞ্জোলো ম্যাথুস ও গ্রাহাম ক্লার্কের নাম। সব মিলিয়ে বলা যায় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার মতই দল গড়েছে ২০১৩ সালের রানার্সআপরা।

সবকিছু ঠিকঠাক থাকলে যদি দেশে আসার অনুমতি পান তাহলে তাদের অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান। সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রাম কিংসের মূল দায়িত্ব থাকবে তার উপর। এছাড়া ঢাকার সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা চলে ঢালিউড কিং শাকিব খানকে। তার তত্ত্বাবধানে লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান ও জনসন চার্লসের মতো তারকারা আছে মাঠ মাতাতে মুখিয়ে। শক্তিমত্তা বা অভিজ্ঞতা চিন্তা করলে দুই শাকিবের চাইতে এগিয়ে তামিম ইকবালের ফরচুন বরিশাল।

দলটির ৩ সিনিয়রের পাশাপাশি আছেন টাইগার দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লেগ স্পিনার রিশাদ হোসেনসহ জাতীয় দলের পরীক্ষিত সদস্যরা। এ ছাড়া বিদেশি ক্রিকেটারদের তালিকা আছেন কাইল মেয়ার্স, ডেভিড মালান ও ডেভিড মিলারদের মতো বিশ্বসেরা টি-টোয়েন্টি স্পেশালিস্ট। সেখান থেকে বলা চলে আরো একবার শিরোপা উঠতে পারে তামিমের হাতে। দুই সাকিব কে বোকা বানিয়ে ট্রফি নিয়ে যেতে পারে পদ্মার ওপারের দলটি। আসন্ন বিপিএলে সবচেয়ে বড় আকর্ষণ মেগাস্টার শাকিব খান তার তত্ত্বাবধানে পরিচালিত হবে টুর্নামেন্টের অন্যতম দল ঢাকা ক্যাপিটাল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে