ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১

মিরাজ বা তাসকিন নয় ভারত সফরের পর নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ অক্টোবর ১৩ ১৮:৪৫:০৬
মিরাজ বা তাসকিন নয় ভারত সফরের পর নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি

ইমার্জিং এশিয়া কাপের আসর শুরু হতে যাচ্ছে চলতি মাসের ১৮ তারিখে, ওমানে। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের জন্য আজ রবিবার (১৩ অক্টোবর) বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে টুর্নামেন্টটি ৫০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হলেও এবারই প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে।

বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবেন আকবর আলি। দলে আছেন জাতীয় দলের কয়েকজন পরিচিত মুখ, যেমন তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, এবং জাকের আলি অনিক। এছাড়া তরুণ প্রতিভা হিসেবে দলে স্থান পেয়েছেন জিসান আলম, অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি, এবং ওয়াসি সিদ্দিক।

বাংলাদেশের প্রথম ম্যাচ ১৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে, এরপর ২১ অক্টোবর আফগানিস্তান এবং ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে।

ইমার্জিং এশিয়া কাপের প্রথম আসর হয়েছিল ২০১৩ সালে, যা ভারত জিতেছিল। এরপর পরবর্তী দুই আসরে শিরোপা জিতেছে পাকিস্তান।

আকবর আলি(অধিনায়ক), জিসান আলম, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান রাব্বি, পারভেজ হোসেন ইমন, জাকের আলি অনিক, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, ওয়াসি সিদ্দিক, আলিস আল ইসলাম, রেজাউর রহমান রাজা ও রিপন মণ্ডল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে