ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অবশেষে তৃতীয় বিয়ে নিয়ে যা বললেন ঢালিউড সুপারস্টার শাকিব খান

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ অক্টোবর ১০ ১৭:৪৩:১৪
অবশেষে তৃতীয় বিয়ে নিয়ে যা বললেন ঢালিউড সুপারস্টার শাকিব খান

ঢালিউড সুপারস্টার শাকিব খান ব্যক্তিগত জীবনে দুইবার বিয়ে করেছেন, কিন্তু কোনোবারই সংসার টিকিয়ে রাখতে পারেননি। প্রথমে তিনি চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান, আব্রাহাম খান জয়। কিন্তু কিছুদিন পর তাদের সম্পর্কের অবনতি ঘটে, যা শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদে গড়ায়।

অপুর সঙ্গে বিচ্ছেদের পর শাকিব খান আবার বিয়ে করেন আরেক চিত্রনায়িকা, শবনম বুবলীকে। এই সংসারেও তিনি স্থায়ী হতে পারেননি। তাদের এক পুত্রসন্তান, শেহজাদ খান বীর রয়েছে।

শাকিব খান সবসময় প্রেম, বিয়ে, ও সংসার নিয়ে আলোচনায় থাকেন। কিছুদিন আগে তার তৃতীয় বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল। সম্প্রতি একটি ভারতীয় গণমাধ্যমে প্রাক্তন দুই স্ত্রী, সন্তান এবং তৃতীয় বিয়ের প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন শাকিব।

তিনি বলেন, ব্যক্তিগত জীবনে তারা আঘাত তো দিয়েছেই, কোনো ভাঙনই তো সুখের নয়। যতটুকু হয়েছে, হয়তো সেটুকুই হওয়ার ছিল। ‘লাইফ ইজ আ জার্নি’— এই যাত্রায় অনেকের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়। আমার জীবনে দুইজন (অপু-বুবলী) মানুষ অতীত, এটা আগেও বলেছি। অতীত হিসেবে তারা থাকুক। এসব নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। যা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে।

শাকিব আরও বলেন, আমার দুই সন্তান, বাবা-মা, বোন ও তার পরিবার, কিছু কাছের আপন মানুষ, আমার ব্যবসায়ীক প্রতিষ্ঠান এবং দেশ-বিদেশের কোটি কোটি ভালোবাসার মানুষ রয়েছেন, যারা আমাকে অঢেল ভালোবাসা দেন, তাদেরকে নিয়ে আমি খুব ভালো আছি।

এ সময় শাকিবের কাছে জানতে চাওয়া হয়, আপনার তৃতীয় বিয়ের গুঞ্জন উঠেছে? পাত্রী নাকি চিকিৎসক! সত্যিই কি আবারও সংসার জীবনে দেখা যাবে শাকিবকে? হবেন? জবাবে চিত্রনায়ক বলেন, মানুষ একা থাকতে পারে না। পরিবার, সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনো তাড়াহুড়া নেই যে, নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে। আমার বাবা-মার যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।

দুই ছেলের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে শাকিব বলেন, ওরা এখনও অনেক ছোট। বুঝতে শেখেনি। ওরা স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে। বাবা হিসেবে আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ চাই। আমি চাই ওরা আমার চেয়েও অনেক বড় হোক। ওদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য যা যা করতে হয় বাবা হিসেবে আমি করে যাব।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে