ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

মাহমুদউল্লাহর এক বলেই বদলে গেছে ম্যাচের ভাগ্য

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ অক্টোবর ১০ ০৯:৩৫:৫৫
মাহমুদউল্লাহর এক বলেই বদলে গেছে ম্যাচের ভাগ্য

মাহমুদউল্লাহ রিয়াদের জন্য এই টি-টোয়েন্টি সিরিজটি ছিল বিশেষ, কারণ এটি তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ সিরিজ। অবসর ঘোষণার পর দিল্লির মাঠে নামা হয়তো তার জন্য আবেগপূর্ণ ছিল, কিন্তু ম্যাচের একটি মুহূর্তে তার একটি নো বল ম্যাচের চিত্র পুরোপুরি পাল্টে দেয়।

ইনিংসের মাঝামাঝি সময়ে, ৯ম ওভারে বল হাতে এসে মাহমুদউল্লাহ একটি নো বল করেন। তখন পর্যন্ত ভারতের স্কোর ছিল নিয়ন্ত্রিত, ৩ উইকেটে ৬৬ রান। কিন্তু সেই নো বলে ফ্রি হিট পেয়ে নিতীশ কুমার রেড্ডি একটি ছক্কা মারেন, যা ম্যাচের গতিপথ বদলে দেয়। সেই মুহূর্ত থেকে ভারতের ব্যাটসম্যানরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত ২২১ রানের বিশাল স্কোর গড়ে তোলে।

এদিকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ বলেন, ‘আমিও দলের অংশ, আমিও খেলোয়াড়। অনেকদিন ধরে আমিও খেলছি, দুর্ভাগ্যজনকভাবে আমাদের আসলে খুব একটা উন্নতি হয়নি টি-টোয়েন্টিতে। এটা আমাদের ব্যর্থতা। কিন্তু চেষ্টার কোন কমতি নেই, হচ্ছে না। দেশে যেমনই হোক কিন্তু ভালো কন্ডিশনেও আমরা প্রায়ই ফেইল করছি, ভালো উইকেটগুলোতেও।’

‘সব মিলিয়ে টি-টোয়েন্টিতে আমাদের উন্নতি কম। আসলে আশা আর চেষ্টা ছাড়া কিছুই করার নেই এই মুহূর্তে আমাদের হাতে। সবকিছুর সিদ্ধান্ত বোর্ড নেয়, আমরা খেলোয়াড়েরা শুধুমাত্র সর্বোচ্চটা দিয়ে চেষ্টাই করতে পারি। ব্যর্থ হলে প্রত্যেকবার উন্নতির চেষ্টাটাই শুধু হাতে আছে, আর কোন কিছু হাতে নেই।’-যোগ করেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে