ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

MD. Razib Ali

Senior Reporter

অবশেষে সাকিবের দেশের মাটিতে অবসরের বিষয়ে একত্রে সিদ্ধান্ত জানালেন প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ অক্টোবর ০৮ ২৩:২৬:৪৩
অবশেষে সাকিবের দেশের মাটিতে অবসরের বিষয়ে একত্রে সিদ্ধান্ত জানালেন প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন সাকিব আল হাসান। সম্প্রতি টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। সেই সাথে টেস্টকে বিদায় বলে দিয়েছেন। সেই সাথে এই অলরাউন্ডার বলেছেন সুযোগ পেল ঘরের মাটে অনুষ্টিত হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে টেস্টকে ফরমেটকে বিদায় বলতে চান।

তবে এখানে আছে বিশাল বাধা। তার বিরুদ্ধে আছে হত্যা মামলা। যে কারণে তিনি দেশে খেলাটাকে নিরাপদ মনে করছেন না। তাই তিনি বিসিবি কাছে অনুরোধ করেছেন যাতে তাকে ঘরের মাটিতে অবসর নেয়ার সুযোগ করে দেয়া হয়।

সাকিব বলেছেন, “যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তাঁরা চেষ্টা করছেন কীভাবে সুন্দরভাবে আয়োজন করা যায়।”

তখন সাকিব বলেছিলেন এ নিয়ে এর মধ্যে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা হয়েছে, ‘এভাবেই ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তাঁরা চেষ্টা করছেন কীভাবে সুন্দরভাবে আয়োজন করা যায়।’

সেই সময় তিনি দেশে ফেরার আগে নিরাপত্তাঝুঁকির বিষয়টিও উল্লেখ করেছিলেন। সাকিব বলেছিলেন, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা দেখছেন। তাঁরা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’

এরপর সারা দেশে শুরু হয় আলোচনা সমালোচনা। এই নিয়ে মন্তব্য করে আলোচনা জন্ম দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্রীড়া উপদেষ্টা সাকিবকে মাশরাফির দেখানো পথে হাঁটতে বলেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সে সময় জানিয়েছিলেন, ক্রিকেটার সাকিবের সব ধরনের নিরাপত্তা দিতে পারলেও ব্যক্তি সাকিবের প্রতি মানুষের যে ক্ষোভ, সেটা দূর করতে সাকিবকেই উদ্যোগ নিতে হবে।

ক্রীড়া উপদেষ্টার এমন মন্তব্যে সমালোচনা কম হয়নি। সেইসঙ্গে সাকিবের দেশে ফেরাও অনিশ্চয়তায় পড়ে। তবে ক্রিকেটার সাকিবকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস আবারও দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আসিফ জানিয়েছেন, তাঁর চাওয়া দেশের মাটিতে টেস্ট খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলুক সাকিব।

আসিফ বলেছেন, ‘তিনি (সাকিব) এমন একজন খেলোয়াড়, যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সেই ‍সুযোগ তিনি পান।’

দেশে সাকিবের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেটা ভিন্ন বিষয়। সেই বিষয়ে আমি কিছু বলতে পারি না, কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এরইমধ্যে বলেছি, সেটা আমরা নিশ্চিত করব।’

তাছাড়াও মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন... বাংলাদেশ সরকার থেকে যে পরিস্কার ম্যাসেজটা আছে- যে মামলাগুলো হয়েছে এ ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না। আমরা মনে করি, সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে