ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

হজ প্রাক-নিবন্ধন চলছে: ৫২ হাজারের বেশি আবেদন জমা, খরচ কমানোর দাবি জোরালো

২০২৪ অক্টোবর ০৩ ১৪:০১:১৪
হজ প্রাক-নিবন্ধন চলছে: ৫২ হাজারের বেশি আবেদন জমা, খরচ কমানোর দাবি জোরালো

২০২৫ সালের হজের প্রাক-নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫২,৮৩৬ জন প্রাথমিক নিবন্ধন করেছেন। ১ সেপ্টেম্বর ২০২৪ সালে এই প্রক্রিয়া শুরু হওয়ার পর, সরকারি এবং বেসরকারি উভয় মাধ্যমেই নিবন্ধনের জন্য ব্যাপক সাড়া পাওয়া গেছে। সরকারি মাধ্যমে ২,৭৫৩ জন এবং বেসরকারি মাধ্যমে ৫০,০৮৩ জন হজযাত্রী প্রাক-নিবন্ধন করেছেন, যদিও প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন যথাক্রমে ৬০৯ জন ও ৪০২ জন।

হজে যাওয়ার জন্য প্রথম ধাপে ৩০,০০০ টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হয়। পরবর্তীতে ৩,০০,০০০ টাকা দিয়ে প্রাথমিক নিবন্ধন নিশ্চিত করতে হয়। তবে চূড়ান্ত হজ প্যাকেজ ঘোষণা হলে বাকি টাকা পরিশোধ করা যাবে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, প্রাক-নিবন্ধন এবং প্রাথমিক নিবন্ধনের জন্য সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত এবং তা আর বাড়ানো হবে না। এ সময়ের মধ্যে যারা নিবন্ধন করতে পারবেন না, তাদের জন্য হজে যাওয়ার সুযোগ আর থাকবে না।

বাংলাদেশের জন্য বরাদ্দকৃত হজ কোটার সংখ্যা ২০২৫ সালেও একই থাকবে—১,২৭,১৯৮ জন। তবে ২০২৪ সালে ৮৫,২৫৭ জন হজযাত্রী যাওয়ার সুযোগ পেয়েছেন, যা কোটার তুলনায় কম। বিভিন্ন এজেন্সি এবং হজযাত্রীদের দাবি, হজে অংশগ্রহণকারী সংখ্যায় পূর্ণতা আনতে খরচ কমানো প্রয়োজন। হজের খরচের সাথে সংযুক্ত বিভিন্ন ফি, ভ্রমণ ব্যয় এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণির মানুষও সহজে হজ পালনের সুযোগ পান।

ধর্ম মন্ত্রণালয়ও এই বিষয়ে এজেন্সিগুলোর সঙ্গে আলোচনা করছে। বর্তমানে হজ খরচের পরিমাণ অনেকের নাগালের বাইরে চলে গেছে, যার ফলে অনেক মানুষ হজের নিবন্ধন করতে পারছেন না। এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্টরা সহনীয় এবং সমন্বিত একটি প্যাকেজ তৈরির বিষয়ে আলোচনা করছেন, যা আগামী বছরগুলোর জন্য হজ ব্যবস্থাপনায় স্থায়ী সমাধান আনতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে