ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

পাঁচ দিনের রিমান্ডে সাবেক স্বরাষ্ট্র সচিব

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ অক্টোবর ০১ ১৯:০০:০৫
পাঁচ দিনের রিমান্ডে সাবেক স্বরাষ্ট্র সচিব

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।আজ (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন সকালে রাজধানীর গুলশান এলাকা থেকে মো. জাহাংগীর আলমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেয় আব্দুল মোতালিব। আন্দোলনে থাকা অবস্থায় বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ২৬ আগস্ট আব্দুল মোতালিবের বাবা আব্দুল মতিন বাদি হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে