ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

তামিমের প্রশংসা করতে গিয়ে সাকিবকে চরম অপমান করে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পোস্ট

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ সেপ্টেম্বর ৩০ ০০:৩৬:১১
তামিমের প্রশংসা করতে গিয়ে সাকিবকে চরম অপমান করে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পোস্ট

বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল। দেশের তো বাটেই বিশ্বের সেরা ওপেনারদের একজন তামিম। ওপেনার ব্যাটার হিসেবে তার অসংখ্য রেকর্ড আছে যা ইতিহাসের পাতায় অনেক দিন টিকে থাকবে। তবে দেশ সেরা এই ওপেনারকে বাদ দিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে করা হয় নোংরা রাজনীতি।

অধিনায়ক থাকার পরও নোংরা রাজনীতি সহ্য করতে না পেরে অবসরের ঘোষণা দেন। তার এই আকস্মিক অবসরে আলোচনার ঝড় তোলো বিশ্ব ক্রিকেট মিডিয়াতে। তোল পাড় শুরু হয় দেশের ক্রিকেটে।

এরপর প্রধানমন্ত্রীর হস্তোক্ষেপে আবারও অবসর ভেঙে ফেরার কথা জানান তামিম। তবে সেই ফেরা এখনো হয়নি। কিন্তু সেই সময় তামিমকে নিয়ে ফেসবুকে একটা পোস্ট করে বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল। যা বর্তমানে ব্যাপক ভাইরাল হয়েছে। সাকিবের ভক্তরা মনে করছেন এখানে তামিমের প্রশংসা করতে গিয়ে সাকিবকে অপমান করা হয়েছে। শুরু হয়েছে ভক্তদের মাঝে তুমুল আলোচনা সমালোচনা।

তিনি ফেসবুক পোস্ট লিখেন, আপনার চরিত্রে জু*য়ার মত কালো ইতিহাস নেই, নাই দর্শক পিটানোর মহুর্ত, নাই ব্যবসায় অধিক লাভ কিংবা কর ফাঁকি দেওয়ার জন্য নিজের বাপের নাম পাল্টানোর মত লজ্জাজনক ঘটনা তাছাড়াও আপনার চরিত্রে নেই খেলা চলার সময় ক্যামরায় নিজের গো*পনাঙ্গে দেখিয়ে ইংগিত করার মত লজ্জাজনক ঘটনা! আপনাকে আমরা ভালোবাসি আপনার খেলার জন্য, ভালোবাসি আপনার ব্যাক্তিত্বের জন্য। ধন্যবাদ খান সাহেব, হাজারো সালাম জানাই আপনাকে!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে