ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

তামিম ইকবাল তিনটি শর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ সেপ্টেম্বর ২৯ ২৩:৫৭:৩৬
তামিম ইকবাল তিনটি শর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি

তামিম ইকবাল কি আবার আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন? ভক্তরা জানতে চায়, তারা কি সাকিব, মুশফিক আর রিয়াদের সঙ্গে তামিমকেও একসঙ্গে দেখতে পাবে? তামিম এই প্রশ্নগুলোর সরাসরি উত্তর দিয়েছেন। হঠাৎ অবসর নিয়ে ফিরে আসার পর, তিনি শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান, যা তার জন্য খুবই কঠিন ছিল।

তবে তামিম জানিয়েছেন, যদি তিনটি বিশেষ শর্ত পূরণ হয়, তাহলে তিনি জাতীয় দলে ফিরে আসতে পারেন।

আজ রোববার (২৯ সেপ্টেম্বর) একটি ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের ফেরা প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি যেভাবে শেষ করেছি, তাতে আমি মোটেও সন্তুষ্ট নয়। তাই আমার জন্য দলে ফিরে খেলার জন্য একটা কারণ দরকার। আমি তেমন অমন মানুষ নই যে এই পরিস্থিতিতে আসলাম আর ৪-৫ টা ম্যাচ খেললাম। তাহলে মূল বিষয় টা কি?’

তামিম আরও বলেন, ‘সবাই বলছে আমি যাতে ফিরে আসি, তারা আমাকে চায়। তবে, আমি যদি ৪-৫টি ম্যাচের জন্য আসি, সেটা কি বাংলাদেশ দলকে সাহায্য করবে? যদি একটা সঠিক পরিকল্পনা থাকে যে তারা আসলে কি অর্জন করতে চায়, তাহলে হয়তো আমি বিষয়টি নিয়ে ভেবে দেখব এবং আমরা পরবর্তীতে কথা বলতে পারি।’

এদিকে তিনি আরও বলেছেন যে, চ্যাম্পিয়ন ট্রফিতে যদি সিনিয়ররা একসাথে খেলে, সাথে বিসিবি যদি আমাকে আমন্ত্রণ জানায়, আর সবশেষে তিনি বলেন যে, তার সতীর্থরা যদি আমন্ত্রণ জানায়, তবেই তিনি জাতীয় দলে ফিরবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে