ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

চমক দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ব্রাজিল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ সেপ্টেম্বর ২৮ ১২:৪২:৫৩
চমক দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ব্রাজিল

অবশেষে রাফিনিয়াকে নিয়ে দল ঘোষান করেছে ব্রাজিল কোচ দরিভাল। আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ। আসন্ন মাসে চিলি ও পেরুর বিপক্ষে দুটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল দিয়েছে ব্রাজিল।

চলমান লা লিগায় দারুন ছন্দে আছেন রাফিনিয়া। এখন পর্যন্ত ৫ গোল ৩ অ্যাসিস্ট করেছেন তিনি। এর আগের দুই ম্যাচে তাকে দলে রাখেনি কোচ দরিভাল। যা ছিল সবচেয়ে বড় চমক। এবার তাকে রেখেই স্কোয়াড বেছে নিয়েছেন দরিভাল। দলে ফিরেছেন আর্সেনালের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্তিনেল্লিও। ডিফেন্সে ফিরেছেন য্যুভেন্তাসের ব্রেমার।

আগেরবার স্কোয়াডে থাকলেও শেষ মুহুর্তে ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন সাভিনিও। ম্যানচেস্টার সিটির হয়ে নিয়মিতই খেলে যাচ্ছেন, এবারও অনুমিতভাবেই স্কোয়াডে আছেন তিনি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড ইগর জেসুস। বাদ পড়েছেন তরুণ ফরোয়ার্ড এস্তেভাও।

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ৮ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে টেবিলের পঞ্চম স্থানে। শেষ ম্যাচেও পারাগুয়ের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল দরিভাল। অক্টোবরের ১১ তারিখ চিলি ও ১৬ তারিখ ঘরের মাঠে পেরুর মুখোমিখি হবে ব্রাজিল।

গোলকিপার

অ্যালিসন (লিভারপুল), বেন্তো (আল নাসর), এদেরসন (ম্যান সিটি)

ডিফেন্ডার

দানিলো (য্যুভেন্তাস), ভেন্ডেরসন (মোনাকো), আবনের (লিঁও), গিলের্মো আরানা (আতলেতিকো মিনেইরো), ব্রেমার (য্যুভেন্তাস), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়াল মাঘালেস (আর্সেনাল), মার্কিনিয়োস (পিএসজি),

মিডফিল্ডার

আন্দ্রেয়া (উলভস), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম), গারসন (ফ্ল্যামেঙ্গো), ব্রুনো গুইমারেস (নিউক্যাসেল), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)

ফরোয়ার্ড

এন্দ্রিক (রিয়াল মাদ্রিদ), ইগর জেসুস (বোতাফোগো), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), লুইজ হেনরিখে (বোতাফোগো), রাফিনিয়া (বার্সেলোনা), সাভিনিও (ম্যানচেস্টার সিটি), ভিনিসিয়ুস (রিয়াল মাদ্রিদ)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে