ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

MD. Razib Ali

Senior Reporter

বিসিবি সভাপতি ও বাফুফে সভাপতির পদ নিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ সেপ্টেম্বর ২৭ ২৩:৫১:০৮
বিসিবি সভাপতি ও বাফুফে সভাপতির পদ নিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ

বাংলাদেশ কেউ কোনো ক্ষমতা পেল তা তার পৈত্রিক সম্পত্তি মনে করে। কোনো চেয়ারে কেউ বসলে তা আর ছাড়তে চায়। সেই চোয়ারে যেন তাদের শিকড় লেগে যায়। সেইটা হোক দেশের কোনো বড় রাজনৈতিক দলের বড় কোনো পদ বা বিশ্ববিদ্যালয়ের কোনো বড় পদ। সব জায়গাতে একই অবস্থা।

এমনকি দেশের প্রধানমন্ত্রীর পদেও একই অবস্থা। এই অবস্থা বিরাজ করে দেশের ক্রীড়া অঙ্গনেও। বিসিবি সভাপতি থেকে শুরু করে বাফুফে সভাপতির পদ এমনকি দেশের সকল খেলার সাথে সম্পর্কযুক্ত বোর্ডের পদে দীর্ঘ দিন একই ব্যক্তি চেয়ার গরম করছে।

তবে এই প্রথা থেকে এবার বেরিয়ে আসা উচিত বলে অনেকেই মনে করছেন। তাছাড়া দেশের ক্রীড়া অঙ্গনে উন্নত্তি সম্ভব না। বাংলাদেশের ফুবলের কোথায় ধরা যাক। আফগানিস্তান, নেপাল, ভূটানসহ এশিয়ার আরও বেশ কয়েকটি র‌্যাংকিংয়ে বাংলাদেশের নিচে ছিল। এখন তারা সবাই বাংলাদেশের ওপরে।

তারপর এই ব্যর্থতার দায় নিতে নারাজ বাফুফে সভাপতি সালাউদ্দিন। দীর্ঘ দিন ধরে ছিলেন বাফুফে সভাপতি। তবে এবার কেউ যাতে দীর্ঘ দিন ধরে কোনো ক্রীড়া প্রতিষ্টানের দায়িত্ব না থাকতে পারে সেই ব্যবস্থা করছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

তিনি বলেন, “ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে কোন ক্রীড়া সংস্থাতেই দুই টার্মের বেশি একই পদে কেউ থাকতে পারবে না”।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে