ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

হঠাৎ ভিন্ন ইঙ্গিত দিয়ে ভারত সিরিজের আগেই নতুন এক বার্তা ফিনিসার মাহমুদুল্লাহ রিয়াদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ সেপ্টেম্বর ২৪ ১৩:০২:৩৮
হঠাৎ ভিন্ন ইঙ্গিত দিয়ে ভারত সিরিজের আগেই নতুন এক বার্তা ফিনিসার মাহমুদুল্লাহ রিয়াদ

ভারত সিরিজের আগে নতুন বার্তা দিয়ে আলোচনায় ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দীর্ঘদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টির বাইরে থাকলেও মিরপুরে কঠোর অনুশীলন করে নিজেকে প্রস্তুত রেখেছেন তিনি। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না, তবে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে রিয়াদ এখনও জাতীয় দলে ফেরার জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী।

গত বিশ্বকাপে মাত্র ৯৫ রান করার পরও ১৩৮ ম্যাচে ২৩৯৪ রান করে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার অভিজ্ঞতা, বিশেষ করে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে, দলের জন্য মূল্যবান হতে পারে। অন্যদিকে, তরুণ খেলোয়াড়দের সঙ্গেও তার প্রতিযোগিতা বাড়ছে। শামীম হোসেন, যিনি সম্প্রতি ভালো ছন্দে আছেন, তেমনই একজন প্রতিভাবান খেলোয়াড়। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দারুণ পারফর্ম করে নিজের নামের প্রতি সুবিচার করেছেন তিনি।

অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে গড়া বাংলাদেশের টি-টোয়েন্টি দল। একদিকে ৩৮-এর রিয়াদ যেমন আছেন, অন্যদিকে ২৪-এর শামীম। বিশ্বকাপে খেলা না হলেও সম্প্রতি এইচপি দলের হয়ে ভালোই ছন্দে আছেন শামীম।

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি টোয়েন্টিতে ছিলেন ষষ্ঠ সর্বোচ্চ রানস্কোরার। ৮ ম্যাচে সাড়ে ৪৬ গড়ে ১৮৬ রানে দলের রানার্স আপ হওয়ায় রেখেছিলেন বড় ভূমিকা।

সেই ফল্গুধারা অব্যাহত রাখার প্রয়াসে বল মেশিনের সামনে ব্যাট চালিয়েছেন শামীম। সবশেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছিলেন গেল বছর নিউজিল্যান্ডে, থার্টি ফার্স্ট নাইটে। গেল বছর ৯ ম্যাচে অবশ্য সাড়ে বত্রিশ গড়ে খেলেছেন তিনি। স্বভাবতই লাল-সবুজের জার্সিতে ফেরার জন্যে মুখিয়ে আছেন শামীম।

শুধু রিয়াদ-শামীমই নন, কাটার মাস্টার ফিজ, পারভেজ ইমন, তানজিম সাকিব আর রিপন মন্ডলরাও ছিলেন এই ক্যাম্পে। টি টোয়েন্টি দলের একটা অংশ অবশ্য ভারতেই অবস্থান করছেন টেস্ট সিরিজ খেলতে।

কানপুরে দ্বিতীয় টেস্ট শেষ হলে পরে ৬ অক্টোবর গোয়ালিয়রে ইন্ডিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ৯ ও ১২ তারিখে পরের দুটো ম্যাচ হবে দিল্লী আর হায়দরাবাদে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। টি স্পোর্টসের পর্দায় দেখতে পাবেন সবগুলো ম্যাচই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে