ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

ব্রেকিং নিউজ:বিশ্বকাপে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জেতা তারকা মারা গেছেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ সেপ্টেম্বর ১৮ ১৮:৫৭:০৮
ব্রেকিং নিউজ:বিশ্বকাপে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জেতা তারকা মারা গেছেন

ইতালির সাবেক স্ট্রাইকার এবং ১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা সালভাতর ‘তোতো’ শিলাচি মারা গেছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) ৫৯ বছর বয়সী এই কিংদন্তির মৃত্যুর খরব নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব জুভেন্টাস। সামাজিক যোগাযোগমাধ্যমে জুভেন্টাস লিখেছে, ‘বিদায় তোতো।’

১৯৯০ বিশ্বকাপের আয়োজক ছিল ইতালি। ঘরের মাঠে অনুষ্ঠিত ওই আসরে ইতালির হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ৬ গোল করেন সাবেক এই স্ট্রাইকার। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অপ্রত্যাশিতভাবে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জিতেন শিলাচি। ইতালিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, পালের্মোয় ‘সিভিকো’ হাসপাতালে মলাশয়ের ক্যানসারে ভুগে মারা গেছেন তিনি।

এই বিষয়ে ইতালির ফুটবল ফেডারেশন (এফআইজিসি) জানিয়েছে, এখন থেকে আগামী সপ্তাহান্তের মধ্যে সব ম্যাচ শুরুর আগে শিলাচিকে শ্রদ্ধা জানাতে ‘এক মিনিট নীরবতা’ পালন করা হবে।

এফআইজিসি প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনা তার বিবৃতিতে বলেছেন, ‘তাঁর গোল উদ্‌যাপন, যা সামষ্টিক আনন্দের মুখ হয়ে উঠেছিল, ইতালিয়ান ফুটবল ঐতিহ্যের চিরকালীন অংশ হয়ে থাকবে।’

শিলাচির মৃত্যুতে জুভেন্টাসের বিবৃতিতে বলা হয়, ‘জুভেন্টাসে আমরা তাঁর খেলায় আন্দোলিত হয়ে সৌভাগ্যবান ছিলাম, ১৯৯০ সালের সেই অবিশ্বাস্য গ্রীষ্মে তিনি গোটা ইতালির সঙ্গেও একই কাজ করেছিলেন। বিদায় তোতো, ধন্যবাদ।’

মজার ব্যাপার হচ্ছে, ১৯৯০ বিশ্বকাপেই ৬ গোল করা শিলাচির জাতীয় দলের হয়ে পুরো ক্যারিয়ারেই গোল ১৬ ম্যাচে ৭টি। অন্য গোলটি করেছিলেন ১৯৯১ সালে ইউরোর বাছাইপর্বে নরওয়ের বিপক্ষে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে