ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

অবিশ্বাস্য: টাইব্রেকারে ৩৪ শটের পেনাল্টি দেখল ফুটবল দুনিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ সেপ্টেম্বর ১৮ ১১:৩২:৩০
অবিশ্বাস্য: টাইব্রেকারে ৩৪ শটের পেনাল্টি দেখল ফুটবল দুনিয়া

টাইব্রেকারে নতুন রেকর্ড দেখল ফুটবল বিশ্ব। ৩৪ শটের পেনাল্টি শুটআউটে ফুলহামকে ১৬-১৫ গোলে হারিয়েছে দ্বিতীয় স্তরের ক্লাব প্রেস্টন।

এর আগে এত পেনাল্টি শুটআউট দেখেনি ফুটবল দুনিয়া। আগের রেকর্ডটি ছিল ৩২ শটের।

নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে দুই দলই মিস করে নিজেদের ৮ম শুট। প্রথম ৩২ শট শেষে ১৫-১৫ সমতায় ছিল দুইদল। এর পরের শর্টটি ফুলহামের তিমোথি কাস্তানিয়ে বার উঁচিয়ে বাইরে মারার পর প্রেস্টনের রায়ান লেডসন গোল করে দলকে জয় এনে দেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে