ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

অন্তর্বর্তী সরকারকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করে আলোচনার ঝড় তুললেন তারেক রহমান

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ সেপ্টেম্বর ১৭ ২৩:৩৮:৫০
অন্তর্বর্তী সরকারকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করে আলোচনার ঝড় তুললেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত একটি সমাবেশে বক্তব্য প্রদান করেছেন। সমাবেশটি রাজনৈতিক দমন-পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত ছিল।

বক্তব্যে, তারেক রহমান বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের সব কার্যক্রম মনঃপূত না হলেও তাদের ব্যর্থ হতে দেওয়া যাবে না। মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সবার ব্যর্থতা।" তিনি বলেন, "অতএব, অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।"

তারেক রহমান আরও যোগ করেন, "অন্তবর্তী সরকারকে তাদের কার্যক্রমে যেন নিজেদের ব্যর্থতার কারণ না হন সে বিষয়ে সতর্ক থাকতে হবে। একটি নির্বাচিত সরকার ও সংসদ প্রতিষ্ঠা করা অন্তর্বর্তী সরকারের সকল সংস্কারের প্রধান লক্ষ্য হওয়া উচিত।"

তিনি বলেন, গত ১৫ বছর দেশে মাফিয়া শাসন চালু করেছে। এই মাফিয়া চক্র দেশকে ভঙ্গুর করে দিয়েছে। মাফিয়া চক্রের রেখে যাওয়া জঞ্জাল এখনো পরিষ্কার হয়নি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া মাফিয়া সরকার দেশের অর্থনীতিকে শুধু ধ্বংস করেনি, প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।

জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সরাসরি সম্পৃক্ততা ছাড়া সংস্কার ও গণতন্ত্র টেকসই হবে না বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, তরুণ প্রজন্মের আড়াই কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা পাবে। অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার শেষ করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করতে না পারলে ছাত্র জনতার গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।

তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক সংস্কার প্রয়োজন। সেই ধারাবাহিকতায় বিএনপি দলীয় রাজনীতি সংস্কারের জন্য ২০২৩ সালে ৩১ দফা ঘোষণা করা হয়েছে। এসময় জ্ঞানভিত্তিক রাষ্ট্র তৈরি করতে নিজেকে তৈরি করার আহ্বান জানিয়েছেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে