ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

নতুন বিশ্ব রেকর্ডে সামনে দাড়িয়ে সাকিব, পেছনে ফেলতে পারেন কপিল দেব-ইয়ান বোথামদের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ সেপ্টেম্বর ১৭ ০৯:৫৩:৫৪
নতুন বিশ্ব রেকর্ডে সামনে দাড়িয়ে সাকিব, পেছনে ফেলতে পারেন কপিল দেব-ইয়ান বোথামদের

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ইতোমধ্যেই ব্যাটে-বলে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ বছর পার করেছেন। এই দীর্ঘ যাত্রায় তিনি দেশের জন্য তো বটেই, বিশ্ব ক্রিকেটের অনেক রেকর্ডও নিজের করে নিয়েছেন। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টেস্টে উইকেট শিকারে বাঁহাতি স্পিনারদের মধ্যে শীর্ষে উঠে যান সাকিব। নিউজিল্যান্ডের কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরির রেকর্ডকে পিছনে ফেলে নতুন মাইলফলক গড়েন তিনি।

তবে, বেশ কিছুদিন ধরে সাকিবের ব্যাটে রানের দেখা নেই। কিন্তু বল হাতে প্রতিনিয়ত প্রতিপক্ষকে ধ্বংস করছেন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর সাকিব ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে অংশ নেন এবং সেখানে ৯টি উইকেট শিকার করেন। বর্তমানে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও বল হাতে সাকিব আরও একটি বিশেষ মাইলফলক ছুঁতে চলেছেন।

বিশ্ব ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে মাত্র চারজন ক্রিকেটার টেস্ট ক্রিকেটে ৪,০০০ রান এবং ২৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। সাকিব আল হাসান সেই এলিট ক্লাবে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে আছেন। ইতোমধ্যেই তার রানসংখ্যা ৪,৫৪৩। তবে, এই মাইলফলকে পৌঁছাতে বল হাতে আরও ৮ উইকেট শিকার করতে হবে তাকে।

সাকিবের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬৯ টেস্টে ৪,৫৪৩ রান ও ২৪২টি উইকেট রয়েছে। ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে যদি তিনি ৮টি উইকেট শিকার করতে পারেন, তাহলে সাকিব ৪,০০০ রান এবং ২৫০ উইকেটের বিরল কৃতিত্ব অর্জন করবেন।

সাকিবের আগে মাত্র চারজন অলরাউন্ডার এই কীর্তি অর্জন করেছেন। তারা হলেন ভারতের কপিল দেব, ইংল্যান্ডের স্যার ইয়ান বোথাম, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। এই তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, যিনি ১৬৬ টেস্ট খেলে ১৩,২৮৯ রান এবং ২৯২টি উইকেট শিকার করেন।

ভারতের কপিল দেব ১৩১ টেস্টে ৫,২৪৮ রান ও ৪৩৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। ইংল্যান্ডের স্যার ইয়ান বোথাম ১০২ টেস্টে ৫,২০০ রান ও ৩৮৩ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন। চতুর্থ স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি, যিনি ১১৩ টেস্টে ৪,৫৩১ রান ও ৩৬২ উইকেট শিকার করেন।

সাকিব আল হাসানের সামনে এই কিংবদন্তিদের পাশে নাম লেখানোর সুবর্ণ সুযোগ, এবং আসন্ন টেস্ট সিরিজে তার পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে