ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশ দলকে নিয়ে পোস্ট করে ভাইরাল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, চলছে আলোচনা ঝড়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ সেপ্টেম্বর ১২ ১৫:৫৩:৪৮
বাংলাদেশ দলকে নিয়ে পোস্ট করে ভাইরাল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, চলছে আলোচনা ঝড়

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করেছে। এই সিরিজের সাফল্যের পর, দলের ক্রিকেটাররা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন।

আজ (বৃহস্পতিবার) দুপুরে, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কার্যালয়ে ক্রিকেটাররা উপস্থিত হন। এই সাক্ষাৎকারে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও ছিলেন।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়টি বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন, কারণ এই সিরিজের মাধ্যমে টেস্ট ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় অর্জিত হয়েছে। প্রথম টেস্টে বাংলাদেশের বিশাল ১০ উইকেটের জয় এবং দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের জয় এ সিরিজের সাফল্য নিশ্চিত করেছে।

পাকিস্তানের মাটিতে এই ঐতিহাসিক মুহূর্তের পর, ড. মুহাম্মদ ইউনূস ফোন করে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন। এখন, দলের ক্রিকেটাররা ভারত সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত আছেন।

এই সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্যাপশনে তিনি লিখেন, “মাননীয় প্রধান উপদেষ্টার সাথে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী টিমের সাক্ষাৎ।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে