ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

মেসির জার্সিতে গোল করে অবিশ্বাস্য ভাবে যা বললেন দিবালা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ সেপ্টেম্বর ০৬ ১১:২১:৩১
মেসির জার্সিতে গোল করে অবিশ্বাস্য ভাবে যা বললেন দিবালা

সদ্য শেষ হওয়া কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনা। এই নিয়ে টানা ‍দুইবার কোপা আমেরিকার শিরোপা জিতলো আর্জেন্টিনা। এবার লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে সেদিন কলম্বিয়ার বিপক্ষে শিরোপা উৎসব করে মেসি-ডি মারিয়ারা।

তবে ম্যাচ জয়ের আগে বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। দলের মহাতারকা লিওনেল মেসি কলম্বিয়ার কড়া ট্যাকেলের শিকার হয়ে মাঠ ছাড়েন। সেই ইনজুরির কারণে আজ চিলির বিপক্ষে মাঠে নামা হয়নি তার। সর্ব প্রথম ২০১০ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১০ নম্বর জার্সি মেসিরই সঙ্গী হয়। ইনজুরির কারণে কয়েক ম্যাচে তার অনুপস্থিতিতে অন্য কেউ গায়ে জড়িয়েছেন তা। আর চিলির বিপক্ষে ম্যাচে সেটা ছিল পাওলো দিবালার কাছে।

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বদলি হিসেবে ৭৯ মিনিটে মাঠে নেমে গোলও করেছেন দিবালা। এএস রোমার এই অ্যাটাকিং মিডফিল্ডার আগে ২১ নম্বর জার্সি পরেছেন। কিন্তু মেসির ১০ নম্বর পরেই যেন সৌভাগ্যের পরশ পেলেন আজ। চিলির বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে ৯১ মিনিটে শেষ গোলটি করেন দিবালা।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে দিবালা বলেছেন, ‘আমি জানি জার্সিটা আমার নয়। সবাই জানে এটা লিওর। যতটা ভালোভাবে সম্ভব, আমি এটার (১০ নম্বর জার্সি) প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি। কেউ কেউ বলেছে আমার এটা পরা উচিত। এটা নেওয়া উচিত কি না, তা বুঝতে পারছিলাম না। কিন্তু দায়িত্ব পালন করে ভালো লাগছে।’

দলে ফেরা নিয়ে দিবালা বলেন, ‘ভেবেছিলাম আমি হয়তো ডাক পাব না। ফিরতে পারব না...কিন্তু আমাকে ফিরতেই হতো। খেলতেই হতো। যখন এই জার্সি পরবেন, তখন সেরাটাই দিতে হবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে