ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১

আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে শীর্ষে লিটন, ইতিহাস গড়লেন মিরাজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ সেপ্টেম্বর ০৪ ১৭:০৩:০২
আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে শীর্ষে লিটন, ইতিহাস গড়লেন মিরাজ

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ যখন সর্বনিন্ম রানে অল-আউট হওয়ার শঙ্কায় তখন ত্রাতা হয়ে হাজির হন লিটন দাস। খেলেন অনবদ্য এক ইনিংস। আর এতেই আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষ ১৫-তে প্রবেশ করেছেন তিনি। বাংলাদেশি ব্যাটারদের মধ্য শীর্ষে অবস্থান করছেন তিনি।

প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ। প্রথম টেস্টে ৫৬ রানের কার্যকারী ইনিংস খেলেন লিটন দাস। তবে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সুযোগ পাননি তিনি। এরপর ব্যাটিংয়ে সুযোগ পান দ্বিতীয় টেস্টে যেখানে দেখান পাহাড়সম দৃঢ়তা। পাকিস্তানের ২৭৪ রানের জবাবে মাত্র ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এ সময় ১৩৮ রানের মহাকাব্যিক ইনিংসে দলকে নিয়ে যান ২৬২ রানে। তার সেই ইনিংসে ভর করেই জয়ের পথে পা বাড়ায় বাংলাদেশ।

গোটা সিরিজে দুটি ইনিংস খেলেই লিটন উঠে এসেছেন র‍্যাংকিংয়ের শীর্ষ পনেরোতে। এ মুহূর্তে তার রেটিং পয়েন্ট ৬৮৮। শীর্ষ বিশে লিটন ছাড়াও আছেন প্রথম টেস্ট জয়ের নায়ক মুশফিকুর রহিম। ৬৭৫ রেটিং নিয়ে এখনও ১৭তম অবস্থানে নাম তার।

এদিকে দ্বিতীয় টেস্টে মান বাঁচাতে লিটনের সাথে বড় ভূমিকা ছিল মেহেদী হাসান মিরাজের। তার ৭৮ রানের ইনিংস ভূমিকা রেখেছে র‍্যাংকিং হালনাগাদেও। ব্যাটারদের র‍্যাংকিংয়ে ১০ ধাপ এগিয়ে তিনি এখন ৭৫তম। এদিকে গোটা সিরিজে ১০ উইকেট শিকার করে বোলারদের র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ২২তম এবং অলরাউন্ডার র‍্যাংকিংয়েও উত্থান ঘটিয়ে ৭ম স্থানে অবস্থান করছেন মিরাজ।

লর্ডস টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে ইংলিশ ব্যাটার জো রুট ব্যাটারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান আরোহণ করেছেন। বোলারদের র‍্যাংকিংয়ে রবিচন্দ্রন অশ্বিন ও অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে রবীন্দ্র জাদেজা শীর্ষে অবস্থান করছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ